মৃত্যুর আগে গাড়ির জানালা দিয়ে বের হতে প্রাণপণ চেষ্টা করেছিলেন ‘বৈভবী’
- আপডেট সময়- ০৬:২৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩ ১২৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক।।
মৃত্যুর পূর্বে গাড়ির জানালা দিয়ে বেরিয়ে আসার প্রাণপণ চেষ্টা করেছিলেন বৈভবী উপাধ্যায়। তবু শেষরক্ষা হয়নি। মাথার আঘাত এতই গুরুতর ছিল যে, মৃত্যুর কোলে ঢলে পড়েন ৩২ বছরের এই জনপ্রিয় টিভি সিরিয়ালের অভিনেত্রী।
দু’দিন আগে হিমাচল প্রদেশের পাহাড়ি রাস্তায় চণ্ডীগড়ের কাছে এসে দ্রুত গতিতে বাঁক নেওয়ার সময় খাদে পড়ে গিয়েছিল বৈভবীর গাড়িটি। সহযাত্রী ছিলেন বৈভবীর হবু স্বামীও। তার অবশ্য তেমন কোনো চোট লাগেনি।কিন্তু আঘাত লেগে মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয় অভিনেত্রীর। সে দিনের সেই ভয়াবহ দুর্ঘটনার বিবরণ দিলেন কুলুর এক পুলিশ কর্মকর্তা।
তিনি জানালেন, গাড়িটি খাদে পড়ে যাওয়ার মুহূর্তে জানালা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন বৈভবী। এতেই তার মাথায় মারাত্মকভাবে চোট লাগে। কোনও একটা কিছু সঙ্গে মাথা ঠুকে যায়।এরপর উদ্ধার করে বঞ্জার সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ ছিলেন বৈভবী। তাকে ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালের সিজ়ন টু-তে চমৎকার অভিনয়ে দেখা গিয়েছিল। এছাড়াও বহু হিন্দি সিরিয়ালে কাজ করেছেন তিনি। যার মধ্যে ‘আদালত’, ‘সিআইডি’, ‘ক্যায় কসুর হ্যায় আমলা কা’ অন্যতম।
প্রথম ২০২০ সালে ‘ছপক’ ছবিতেও দীপিকা পাড়ুকোন ও বিক্রান্ত মেসির সঙ্গে দেখা গিয়েছিল এই জনপ্রিয় অভিনেত্রীকে। তবে জ্যাসমিনের চরিত্রেই রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন বৈভবী।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ