আর শান্তি সমাবেশ নয়, এবার হবে প্রতিরোধ : ওবায়দুল কাদের
- আপডেট সময়- ০৬:১৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ১১৪ বার পড়া হয়েছে
স্টাফ করেসপন্ডেন্ট।।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হুশিয়ারী উচ্চারণ করে স্পষ্টই বলেছেন, অনেক শান্তি সমাবেশ করেছি। এবার বলতে চাই, আর শান্তি নয়, এবার প্রতিরোধ করতে হবে।
এক দফার নামে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকি বিএনপি দিচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন,এবার খুনি এবং অপশক্তির আস্তানা গুঁড়িয়ে চূর্নবিচূর্ন করে দিতে হবে।
রোববার(২১ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন,বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন শেখ হাসিনার সরকারকে পতনের জন্য এক দফা ঘোষণা দিয়েছেন।
আর গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় দলের জেলা আহ্বায়ক বললেন,শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। তাই সকলকে বলছি আমরা অনেক শান্তি সমাবেশ করেছি। নেতাকর্মীদের বলব,আর কোনো শান্তি সমাবেশ নয়,এবার তাদের প্রতিরোধ প্রতিহত করা হবে।
সেতুমন্ত্রী বলেন,গত ১৯ তারিখে শেখ হাসিনাকে যে হত্যার হুমকি দিয়ে বিএনপি নেতা এখনো আবু সাইদ বাইরে আছেন। আমি জানি না কেন এখনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি? স্বরাষ্ট্রমন্ত্রী এখন রাজশাহী আছেন। আশা করছি তিনি সরজমিন দেখে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ