প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৪:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৬:২৭ পি.এম
কক্সবাজারে ছয় লাখ ত্রিশ হাজার ইয়াবা ও দশ কেজি হিরোইনসহ আটক-২

কক্সবাজার(চট্টগ্রাম) প্রতিনিধি।।
কক্সবাজার সদর থানাধীন উত্তর নুনিয়ারছড়ার প্যারাবন সংলগ্ন সমুদ্রতট থেকে ৬ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি হিরোইন সদৃশ্য মাদকদ্রব্যসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
গ্রেপ্তারকৃতরা হলেন চকরিয়ার বাসিন্দা মোঃ ইসমাইল (৪৩) ও উখিয়ার পালংখালীর বাসিন্দা নজরুল ইসলাম (৪২)। র্যাব জানায়, তারা পার্শ্ববর্তী দেশ থেকে সমুদ্রপথে মাদক পাচারের অন্যতম হোতা।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৬টা ৩০ মিনিটে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল উত্তর নুনিয়ারছড়া এলাকার প্যারাবন সংলগ্ন সমুদ্রতটে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে সমুদ্রতটের বালির নিচে লুকিয়ে রাখা চারটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। এসব বস্তা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও হিরোইন সদৃশ্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
র্যাব জানায়, একটি সংঘবদ্ধ মাদকচক্র মাছ ধরার ট্রলারের মাধ্যমে সমুদ্রপথে মাদক এনে কক্সবাজারের বিভিন্ন স্থানে গোপনে মজুদ ও সরবরাহ করে আসছিল। এই মাদক দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে যুব সমাজকে অপরাধমুখী করে তুলছে।
মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৫ নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। ২০২৫ সালে র্যাব-১৫ মাদকবিরোধী অভিযানে ৫৮ লাখ ১৭ হাজার ২৮৪ পিস ইয়াবা উদ্ধার করে। চলতি বছরের জানুয়ারিতে এর আগেও পৃথক অভিযানে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের পরিচয়:
মোঃ ইসমাইল (৪৩), পিতা মৃত হোসেন আহমেদ, সাং চরণদ্বীপ, ওয়ার্ড-০৮, থানা চকরিয়া, জেলা কক্সবাজার।
নজরুল ইসলাম (৪২), পিতা—মৃত সাবের আহমেদ, সাং ক্যাংখালী, ওয়ার্ড-০৪ পালংখালী, থানা উখিয়া, জেলা কক্সবাজার।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.