প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ৬:০৭ পি.এম
আমি আপনাদেরই সন্তান, এ-ই মা-মাটির সন্তান: কাসেমী

নিজস্ব সংবাদদাতা:
আমি আপনাদেরই সন্তান, এ-ই মাটির সন্তান। এ-ই দেওভোগ মাদ্রাসার নাম আসলে, আমার বুকের ভেতর চিনচিন করে উঠে। কিছুই করতে পারি নাই, কোনো সুযোগ আসে নাই। এ-ই মাদ্রাসার জন্য কিছু করতে পারি নাই। আর এলাকার কথা তো প্রশ্নেই আসে না। আমার মতো এমন নগণ্য মানুষটাকে আল্লাহ-তাআলা যেহেতু দুইবার সুযোগ দিয়েছে। ২০১৮ সালে পরিবেশ ছিলো না, এজন্য আমরা পারি নাই। কিন্তু এখন পরিবেশ আছে। এ-ই নেয়ামত আমি আপনাদের কাছে আমানত রেখে গেলাম।
বৃহস্পতিবার (৮ জানুয়ারী) বিকেলে ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডে নাগবাড়ী এলাকার একটি কমিউনিটি সেন্টারে খালেদা জিয়া'র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আয়োজিত ও-ই দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত জোটের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী মনির হোসাইন কাসেমী এ-সব কথা বলেছেন।
মনির হোসাইন কাসেমী তার বক্তব্যে আরও বলেন- ধানের শীষের আরেক শ্বাস, তার নাম খেজুর গাছ। আমরা এ-ই দুইটার মধ্যে কোন পার্থক্য করতে চাই না। আমি মনে করি এ-ই দেওভোগবাসী আপনারা আমাকে যেভাবে ব্যবহার করতে চান, এ-ই ইউনিয়নবাসীর ডিসিশনে পুরো ৪ আসন ওঠা নামা করবে। সবার ভাগ্য নির্ধারণ হবে আপনাদের উপরে। এ-ই ধানের শীষের তথা খেজুর গাছের মান-সম্মান আপনাদের ইচ্ছা-অনিচ্ছার উপর ছেড়ে দিয়ে গেলাম।
কাশীপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার শফিউদ্দিন খোকন সরদারের সভাপতিত্বে ও-ই দোয়া ও মিলাদ মাহফিলে এসময় আরও উপস্থিত ছিলেন- কাশীপুর ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু, বাংলাদেশ হোসিয়ারী সমিতির সভাপতি বদিউজ্জামান বদু, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী হারুনুর রশিদ ও বিএনপি নেতা ফরিদ হোসেন সহ অন্যান্য নেতা-কর্মীরা।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.