প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৫:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৪:৪৮ পি.এম
রামুতে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিনের ১৬’শ প্রসেস’সহ আটক-৩

কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের রামুতে পুলিশের বিশেষ অভিযানে ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার ১,৬০০টি প্রসেস (বাউন্ডলি) উদ্ধার করা হয়েছে। এ সময় একটি মিনি পিকআপসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়—মায়ানমার সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর কাছে আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম সরবরাহের উদ্দেশ্যে একটি চক্র রামু হয়ে নাইক্ষংছড়ির দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ১৮ ডিসেম্বর রাত পৌনে ২টার দিকে রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান–নাইক্ষংছড়ি সড়কের মাথায় হোটেল আল-মদিনার সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
এ সময় একটি মিনি পিকআপ চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে পুলিশ থামানোর সংকেত দেয়। সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে গাড়িটি আটক করে। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৩২টি প্লাস্টিকের বস্তায় রাখা মোট ১,৬০০টি বাউন্ডলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, উদ্ধারকৃত এসব সামগ্রী মায়ানমার সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
গ্রেফতারকৃতরা হলেন—মো. শাহজাহান (২৫), মো. ইলিয়াছ (১৯) ও আতিকুর রহমান (২৫)। তাদের বাড়ি বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলায়।
এ ঘটনায় রামু থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, দেশের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করা, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সন্ত্রাসী কার্যক্রমে সহায়তার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.