প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৫:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:০১ পি.এম
ফের নির্বাচনে ফেরার ঘোষণা মাসুদুজ্জামানের

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
জনসাধারণের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে ফের নির্বাচনে ফেরার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান।
শুক্রবার(১৯ ডিসেম্বর) ছুটির দিনে বিকেলে তল্লায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নেতাকর্মীদের ঘেরাও কর্মসূচীর সামনে তিনি ওই ঘোষণা দেন। এর আগে নেতাকর্মীরা সেখানে মিছিল মাসুদুজ্জামান মাসুদের ব্যবসা প্রতিষ্ঠান ঘেরাও কর্মসূচীতে যোগ দেন। ব্যবসায়ি প্রতিষ্ঠানে প্রতিদিনের ন্যায় আগে থেকেই কারখানাতে উপস্থিত ছিলেন মাসুদুজ্জামান।
প্রসঙ্গত উল্লেখ্য যে, নানা ইস্যুতে মাসুদুজ্জামানের উপর কিছু চাপ ছিল যেটা দলের ভেতরের কেউ প্রভাব বিস্তার শুরু করে। এতে করে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যান। বিষয়টি হাই কমান্ডকে জানালেও তারা সুরাহা করতে পারেননি।
পরবর্তীতে নিজ চাপের কাছে তিনি হার মেনে সিদ্ধান্ত নেন নির্বাচন করবেন না। যদিও বিষয়টি দলের নেতাকর্মীদের জানায়নি। এ কারণে ঘোষণার পর থেকে শুরু হয়েছে নানা ঘটনা। অনুসারীরা বিক্ষোভ করছেন। মাসুদকে চাপ দিচ্ছেন নির্বাচনে অংশ গ্রহন করতে।
এরই মধ্যে কেন্দ্র বিষয়টিকে আমলে নিয়ে বিষয়টি দেখার দায়িত্ব নেন। এর পরেই শুক্রবার নেতাকর্মীদের ঘেরাও কর্মসূচী ডাকা হয়।
শুক্রবার ছুটির দিনেও ব্যবসায়িক কাজে তিনি কারখানাতেই অবস্থান করছিলেন।
প্রসঙ্গত,গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। এর মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের তালিকা নাম ছিলো মাসুদুজ্জামান। তখন থেকে তিনি এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।
এ-র পরবর্তী গত ১৬ ডিসেম্বর হঠাৎই নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সাম্প্রতিক পরিস্থিতিতে নিরাপত্তাশঙ্কার কথা উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাসুদুজ্জামান।
সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান বলেন, ‘সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি ও ব্যক্তিগত কারণে আমি নির্বাচন করব না, আমি মনোনয়ন কিনব না। এ কারণে শহর ও বন্দরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একজন সমাজকর্মী হিসেবে আজীবন আপনাদের পাশে থাকব।
এ সময় তিনি আরও বলেন, ‘সবার আগে পরিবার এবং নিরাপত্তা। আমি আগেই বলেছি, পরিবার থেকে বিদায় নিয়েই রাজনীতিতে এসেছি। সেখানে তাদের কোনো বাধা ছিল না। তারা রাজি না হয়েও রাজি হয়েছে। আমি ইচ্ছা প্রকাশ করেছি মানুষের জন্য কাজ করার। সাম্প্রতিক ঘটনা ও পরিবেশ-পরিস্থিতিতে পরিবারের সদস্যরা অত্যন্ত ব্যথিত ও ভীত। এর বাইরেও আরও কিছু নিরাপত্তা ইস্যু আছে, সেটা আমি বিশদভাবে বলতে চাই না। পরিবেশটাই নেগেটিভ। এটি দলের নয়, আমার নিজের সিদ্ধান্ত।
✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.