প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৫:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ৫:০৬ পি.এম
টেকনাফে অপহরণকারী চক্রের আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী, আটক-১

ফরহাদ রহমান,
কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের বাহারছড়া–হোয়াইক্যং গহীন পাহাড়ে অপহরণকারী ও সশস্ত্র চক্র নির্মূলে যৌথ বাহিনীর একটি বড় ধরনের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অপহরণকারীদের ব্যবহৃত তিনটি আস্তানা ধ্বংস এবং এক সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী চৌকিদার পাড়া এলাকা থেকে অভিযান শুরু হয়। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আফজাল হোসেন ভূঁইয়া।
অভিযানে অংশ নেয় টেকনাফ থানা পুলিশ, বাহারছড়া তদন্ত কেন্দ্র, র্যাব-১৫, কক্সবাজার জেলা ডিবি, জেলা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযানে উপস্থিত ছিলেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এবং বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস।
যৌথ বাহিনী চৌকিদার পাড়া থেকে হোয়াইক্যং মিনাবাজার পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পাহাড়ের অভ্যন্তরে ডাকাত ও অপহরণকারী চক্রের ব্যবহৃত তিনটি গোপন ডেরা শনাক্ত করে তা ধ্বংস করা হয়। এসব আস্তানা থেকে রাইফেলের ৫টি ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।
অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতিতে পাহাড়ি এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর তাড়া খেয়ে পালানোর সময় বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী নয়াপাড়া এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি মোহাম্মদ ইউনুছ মিয়া (৪০), পিতা— মোঃ হাসান মিয়া। তার বাড়ি বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী পূর্ব পাড়া, ওয়ার্ড নম্বর–৩, টেকনাফ উপজেলায়।
পরবর্তীতে আটক আসামিকে টেকনাফ থানা পুলিশ বাহারছড়া তদন্ত কেন্দ্রের কর্মকর্তা জমির উদ্দিনের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.