
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে মোটরবাইক শোডাউন শুরু হয়ে, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে ঢাকা সংযোগ সড়ক প্রদক্ষিণ করে শোভা যাত্রাসহ আনন্দ মিছিল বের করেন। এতে কিছু সময়ের জন্য ওই সকল সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুফতি মনির হোসেন কাসেমী বলেন, নারায়ণগঞ্জ-৪ আসন নিয়ে সব ধরনের জল্পনা-কল্পনার অবসান হয়েছে। আমরা প্রত্যাশা করি ধানের শীষ ও খেজুর গাছের বিজয় আসবে। এটি হবে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের বিজয়। এই আসনে বিভক্তির কোনো প্রশ্ন নেই। বিএনপির সব স্থানীয় নেতৃবৃন্দের দোয়া ও সমর্থন নিয়ে আমরা মাঠে নামবো এবং ভোটারদের কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ।
কোনো প্রার্থীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চ্যালেঞ্জের কোনো প্রশ্নই আসে না। যত বড় প্রার্থীই হোক না কেন, বিএনপির ধানের শীষ ও জমিয়তের খেজুর গাছের সামনে কাউকেই প্রতিদ্বন্দ্বিতার উপযুক্ত মনে করি না।
দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে দল ব্যবস্থা নেবে কি না, এমন প্রশ্নে কাসেমী বলেন, গণতান্ত্রিক দেশে যেকোনো নাগরিক স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারেন। সেই অধিকারকে সম্মান করা হয়। তবে দলের শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সিদ্ধান্ত দল নেবে।এ সময় জমিয়তে উলামায়ে ইসলামের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা শোডাউনে অংশ নেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারায়ণগঞ্জ-৪ আসনের জোট প্রার্থী হিসেবে মনোনীত করে মুফতি মনির হোসেন কাসেমীর নাম ঘোষণা করেন।
✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.