
বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের বন্দর খেয়াঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হওয়া জয়কৃষ্ণ (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (৮ নভেম্বর) বেলা সোয়া ১০টার দিকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন নৌঘাট থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত জয়কৃষ্ণ নরসিংদী জেলার নরসিংদী গ্রামের বিশ্বজিৎ সাহার ছেলে। তিনি নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের ডাইলপট্টিতে একটি দোকানে চাকরি করতেন এবং বন্দর উপজেলায় আমীন হাউজিং এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের উপপরিদর্শক রকিবুল হাসান জানান, শুক্রবার রাতে জয়কৃষ্ণ নামে এক যুবক টার্মিনাল ঘাটে ট্রলার থেকে নামতে গিয়ে অসতর্কতাবশত পা ফসকে নদীতে পড়ে যান। স্থানীয়রা ততক্ষনাৎ খোঁজাখুঁজি শুরু করলেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন।
পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে সারা রাতভর চেষ্টার পরও তাকে পাওয়া যায়নি।
শনিবার সকালে আবার খোজার চেষ্টায় অভিযান চালিয়ে বেলা সোয়া ১০টার দিকে দুর্ঘটনাস্থলের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, “শুক্রবার রাতে খেয়া ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা অভিযান শুরু করি। রাতে তাকে না পেয়ে শনিবার সকালে আবার অভিযান চালানো হয়। পরে বেলা সোয়া ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের মামা সুশান্ত কুমার সাহা জানান, জয় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে কাজ করতেন এবং পরিবারের সঙ্গে এক সাথে থাকতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন তিনি।
✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.