সোনারগাঁও(নারায়নগঞ্জ) প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষ ও অগ্নি সংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিএনপি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে তিনি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর পরিদর্শন করেন এবং তাদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা বাবদ অনুদান তুলে দেন।
এ সময় বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান বলেন, “আষাড়িয়ারচরে ঘটে যাওয়া এ সংঘর্ষ কোনোভাবেই রাজনৈতিক নয়। এটি সম্পূর্ণ পারিবারিক কলহ ও বিবাদের জেরে ঘটেছে। কিন্তু দুঃখজনকভাবে কিছু কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে জড়িয়ে এ নিয়ে নানান ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। বিএনপি একটি মানবিক দল— আমরা কখনও অরাজকতা বা সহিংসতার রাজনীতি করি না।
তিনি আরও বলেন, যে সকল পরিবার নিরপরাধ হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কষ্ট আমাদের কষ্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তাঁর পক্ষ থেকে এই সহায়তা আমাদের মানবিক দায়িত্বেরই অংশ হিসেবে প্রদান করলাম।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ মিঠু, বিএনপি নেতা মাসুম রানা, মোহাম্মদ আলী, সফিউল আলম বাচ্চু, হাসান বশরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.