বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি নিজে, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সাবেক এমপি আবুল কালাম, ব্যবসায়ী আবু জাফর আহাম্মেদ বাবুল এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা।
তিনি বলেন, “আসুন আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন তাকে বিজয়ী করতে একত্রে কাজ করি।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে মিশনপাড়াস্থ হোসিয়ারি সমিতি মিলনায়তনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে নিয়ে আয়োজিত নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় টিপু এসব কথা বলেন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।
এসময় টিপু বলেন, “আগামীকাল ঐতিহ্যবাহী বরফকল মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের নারায়ণগঞ্জের কৃতিসন্তান, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা এবং ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে বার্তা নিয়ে আসবেন। আমরা মহানগর বিএনপির নেতৃত্বে সকলেই ভেদাভেদ ভূলে জনসভায় অংশ নেবো।
বিএনপির প্রার্থী মাসুদুজ্জামানকে উদ্দেশ করে তিনি বলেন, “মাসুদুজ্জামান মাসুদ বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, দল এবং নির্যাতিত-ত্যাগী নেতাকর্মীদের প্রতিনিধি। আপনি ভয় পাবেন না। কারা ত্যাগী নেতা, কারা আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে যুক্ত, কারা দীর্ঘদিন রাজনীতি করেছে এগুলোর খোঁজ রাখতে হবে। জনগণের ভোটে নির্বাচিত হলে সবাই কোথায় দাঁড়াবে সেটাও দেখতে হবে।
এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু আরও বলেন, “ইনশাল্লাহ দুই-এক দিনের মধ্যে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সাবেক এমপি আবুল কালাম, ব্যবসায়ী বাবুল, যুগ্ম আহ্বায়ক আবু কাউছার আশাকে সঙ্গে নিয়ে জনসভা শেষে মাসুদুজ্জামানের সঙ্গে আমরা সকলের বাড়ি বাড়ি যাবো। তাদেরকে অবশ্যই প্রচারণায় থাকতে হবে এটা সময়ের দাবি।”
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য ডা. মজিবুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.