মন্তব্য বিএনপির জ্যেষ্ঠ নেতার..!
বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ-৫, আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সমাজসেবক, ক্রীড়া ও শিক্ষানুরাগী মাসুদুজ্জামানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে মহানগর বিএনপির তৃণমূল থেকে মহানগরের সকল নেতারা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের তৃতীয় তলায় সিনামুন রেস্তোরাঁয় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন, সদস্য অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু, মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, আলমগীর হোসেন, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনির, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহম্মেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর কৃষকদলের সভাপতি এনামুল হক খন্দকার স্বপন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, অহিদুল ইসলাম ছক্কু প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু।
সভায় বক্তারা বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক প্রাথমিক ভাবে বিএনপির মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে সকলেই ঐক্যবদ্ধ আছেন এবং আগামীতেও দলীয় স্বার্থে তাকে বিজয়ী করতে কাজ করার কথা জানান।একইসঙ্গে দলটির যেসব নেতা কর্মীরা এখনো নানাভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদেরও দলকে সুসংগঠিত করতে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, আমরা বিশ্বাস করি, দল অনেক তদন্তের মাধ্যমে মাসুদুজ্জামানকে প্রাথমিক ভাবে নমিনেশন দিয়েছে। এবং যতক্ষণ পর্যন্ত সে আছে আমরা তার সাথে আছি। আমরা কারও কোনো কথা শুনবো না এবং কারও কথায় বিভ্রান্তও হবো না।
দল মাসুদুজ্জামানকে এ আসনে প্রার্থী হিসেবে দিয়েছেন। আমরা কেন্দ্রের নির্দেশনা মেনে চলবো। অন্য কারও কথা শুনব না এবং কারও সমালোচনা করবো না।
এ সময় সভাপতির বক্তব্যে সরকার হুমায়ুন কবির বলেন, বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যেই ২৩৭টি আসনে দলীয় মনোনয়নের ঘোষণা দেওয়া হয়েছে। আমরা তদন্ত ও বিচার বিশ্লেষণ করে দেখেছি, এবার যে নমিনেশন দেওয়া হয়েছে সেটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নমিনেশন। বিশেষ করে নারায়ণগঞ্জে যে ৪টি আসনে নমিনেশন দিয়েছে তা সুন্দর ও বিচক্ষণতার দেওয়া হয়েছে।মাসুদুজ্জামানকে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনীত করার সিদ্ধান্ত ‘সুন্দর ও সঠিক’ হয়েছে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, “আমরা নারায়ণগঞ্জ-৫ আসনের ভোটার এবং এখানে রাজনীতি করি। আমাদের আসনেও বিচার-বিবেচনা, মিটিং ও কেন্দ্রীয় অনেক তদন্তের পর নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামান মাসুদকে নমিনেশন দিয়েছেন। একটি অত্যন্ত সুন্দর ও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যে যাই বলুক, আমরা প্রত্যাশা করি এই নমিনেশন পরিবর্তন করা সম্ভব না।
তিনি আরও বলেন, অনেকের আশা থাকতে পারে, অনেক কথা থাকতে পারে, কিন্তু আমরা একই দল করি। সুতরাং আমাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। সকলে আমরা ভাই। গত ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, অনেকে হামলা, মামলা, গুম ও খুনের শিকার হয়েছেন। সুতরাং এই দলের জন্য আমাদের সকলের ত্যাগ আছে, এটি অস্বীকার করা যাবে না। অতএব কারও বিরুদ্ধে কোনো কথা না বলে দলকে শক্তিশালী করতে হবে। প্রার্থীকে বিজয়ী করার মধ্য দিয়েই দল শক্তিশালী হবে।”
✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.