প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ৬:১৭ পি.এম
নির্বাচিত হলে সরকারী বরাদ্দের অর্থের ৫ টাকাও দূর্নীতি করতে দিবো না: কাসেমী

নিজস্ব সংবাদদাতা:
আমি নির্বাচিত হলে এ-ই এলাকায় সরকারের বরাদ্দকৃত অর্থের পাঁচটি টাকাও দূর্নীতি করতে দিবো না, এটা আমার দায়িত্ব। আমি নিজে দুর্নীতি মুক্ত থাকবো, তাহলেই এ-ই পাঁচবছর এমন কোনো মায়ের সন্তান নাই যে ৫০০ টাকার দুর্নীতি করবে। আমি এ-ই গোগনগরের ২৫ হাজার ভোটারের ৫০ হাজার হাতের সাথে হাত মিলিয়ে কাজ করতে চাই।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে সৈয়দপুর গোগনগর বঙ্গবন্ধু স্কুল অডিটোরিয়ামে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত ও নিরাপদ বাসযোগ্য নারায়ণগঞ্জ-৪ আসন গড়ে তোলার লক্ষ্যে কাসেমী পরিষদ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতী মনির হোসাইন কাসেমী এ-সব কথা বলেছেন।
প্রধান অতিথি আরও বলেন- আমাদের একটি জাতীয় সমস্যা হলো মাদক। এখানে কারা মাদক বিক্রি করে? কারা কিনে? এবং কারা সহোযোগিতা করে? গোগনগরে যে ২৫ হাজার ভোটার আছে, তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা একসাথে মাদকের বিরুদ্ধে কাজ করবো। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষকে নিয়ে আমাদের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গোগনগরে কোন ধরনের জুলুম অত্যাচার হলে, তাদের হাত ভেঙ্গে দেওয়া হবে। এখানে কোন মাদকের হাঁট ও সন্ত্রাসীদের হাঁট থাকতে দেওয়া হবে না।
মুফতী মনির হোসাইন কাসেমী আরও বলেন- নির্বাচনের পরিবেশ না থাকায়, গত তিন তিনবার আমরা ভোট দিতে যেতে পারি নাই। এবার আমরা সুষ্ঠ ও সুন্দর একটি নির্বাচনের প্রত্যাশা করছি। এ-ই নির্বাচনকে সুষ্ঠ করতে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। তিনি দিন ও তারিখ ঠিক করে দিয়েছেন, একই দিনে একটি গণভোটও হবে।
সৈয়দপুর মধ্য এলাকায় বাইতুন নূর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আফসার উদ্দিন দেওয়ান'র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।
ও-ই নির্বাচনী জনসভায় এসময় আরও উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী হারুনুর রশিদ, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী, সাধারণ সম্পাদক মাওলানা মুনাওয়ার হোসাইন, ফতুল্লা থানার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আব্বাস সহ ইউনিয়নের অন্যান্য নেতা-কর্মীরা।
✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.