প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৫, ৫:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৫, ১০:৪২ এ.এম
নরসিংদীতে বিএনপি’র প্রার্থী বকুলের মনোনয়ন বাতিলের দাবিতে মোটরসাইকেল শোডাউন
সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এর মনোনয়ন বাতিল চেয়ে মোটরসাইকেল শোডাউনের মধ্যদিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার থেকে বিক্ষোভ মিছিলের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মোটরসাইকেল শোডাউন ও লিফলেট বিতরণ করেন। মোটরসাইকেল শোডাউনটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নীলকুঠি বাসস্ট্যান্ডে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
সমাবেশে নরসিংদী জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল বলেন, রায়পুরায় বিএনপি থেকে যাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, সে মনোনয়ন পাওয়ার পর গত ১৮ দিনেও তৃণমূল নেতাকর্মীদের সাথে সমন্বয় করতে পারেনি। বিগত ১৭ বছরে যারা বিএনপি করতে গিয়ে মামলা খেয়ে জেল খেটেছে তাদেরকে উপেক্ষা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মিটিং মিছিল করছে। এজন্য তৃণমূলের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে আজকের এই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছেন। আশা রাখছি দলের উর্ধতন নেতৃবৃন্দ অবশ্যই আমাদের রায়পুরা উপজেলা তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণের মনের ভাষাকে মূল্যায়ন করবে।
জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল বলেছেন, আজকে তৃণমূল পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে যে শোডাউন করেছে তাতে বুঝা যায় রায়পুরার মানুষ ধানের শীষের প্রাথমিক এই মনোনয়নের পরিবর্তন চায়। রায়পুরাবাসীর মনের কথা বিবেচনা করে যোগ্য ব্যক্তিকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রের কাছে দাবী জানান তিনি।
জেলা বিএনপি সহসভাপতি জামাল আহমেদ চৌধুরী বলেন, বিএনপি করতে গিয়ে শেষ ১৭টি বছরে বহুবার জেলে গিয়েছি, অসুস্থ হয়েও জেল খেটেছি, হাতকড়া নিয়ে হাসপাতালের বিছানায় থেকেছি তবুও দল ছাড়িনি। আজকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে একটি মামলাও নেই, কখনো দলের জন্য জেলেও যান নি তিনি।
তিনি আরো বলেন, আমরা দলের হাইকমান্ডের কাছে যাবো। আমাদের কথা একটাই আমরা পরিবর্তন চাই। হাইকমান্ড একটা তদন্ত কমিটি গঠন করে উপজেলায় থাকা তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের কথা শুনে যাকে মনোনয়ন দিবেন আমরা তার জন্যই কাজ করবো। এসময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাইকমান্ডের কাছে রায়পুরার মনোনয়ন পুনর্বিবেচনা করার দাবীও জানান তিনি।
এই বিক্ষোভ মিছিলে ও মোটরসাইকেল শোডাউনে প্রায় কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।
✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.