বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামানের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে নগরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) শহরের হাজীগঞ্জ গুদারাঘাট এলাকায় দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রতি জনগণের সমর্থন সৃষ্টি এবং সাধারণ মানুষের মাঝে সেবামূলক মনোভাব ছড়িয়ে দিতেই মাসুদুজ্জামানের পক্ষ থেকে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্প সকাল ১০টা থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ, প্রবীণ ও কর্মজীবীরা চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে ভিড় করতে থাকেন। এসময় মাসুদুজ্জামান নিজে ক্যাম্পে উপস্থিত থেকে পুরো কার্যক্রম ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে চিকিৎসাসেবা গ্রহণ করার পাশাপাশি জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
মেডিক্যাল ক্যাম্পে চক্ষু, ডায়াবেটিস এবং সাধারণ রোগের বিভিন্ন শাখার অভিজ্ঞ চিকিৎসকরা এই সেবা প্রদান করেন। চক্ষু বিভাগে বিনামূল্যে চোখ পরীক্ষা, পাওয়ার নির্ধারণ, প্রয়োজনীয় ওষুধ, আই ড্রপ ও মানসম্মত চশমা দেওয়া হয়। ডায়াবেটিস কর্নারে রক্তে শর্করা পরিমাপ করে রোগীর অবস্থা অনুযায়ী পরামর্শ প্রদান করা হয়। একই সঙ্গে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও চোখের জটিলতা বিষয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা দেন চিকিৎসকরা।
স্থানীয় জনগণের সুবিধার্থে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবাও দেওয়া হয়, যা অংশগ্রহণকারীদের কাছে অত্যন্ত উপকারী বলে তারা জানান স্থানীয় জনসাধারণ।এলাকাবাসীর উপস্থিতিতে পুরো আয়োজনটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।সমাজের নিম্নআয়ের মানুষের জন্য এমন উদ্যোগকে অত্যন্ত প্রয়োজনীয় উল্লেখ করে স্থানীয়রা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকরা বলেন, মানুষের মৌলিক অধিকার হিসেবে গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা তাদের অঙ্গীকার, আর সেই লক্ষ্যেই জনগণের দোরগোড়ায় এমন সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।
গণসংযোগ ও ক্যাম্প কার্যক্রমে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক নুরে এলাহি সোহাগ, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের সদস্য রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.