সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি
বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের(নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আরও ৫ মামলায় গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের পৃথক দুটি আমলি আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।এসময় কারাবন্দী আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি আদালতে শুনানিতে যুক্ত হন।
আদালতে আইভীর অনুপস্থিতিতে মামলার শুনানির পর তার আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘যে পাঁচ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, সেসব মামলার এজাহারে আইভীর নাম নেই। তাঁর জামিন বিলম্ব করার জন্য নতুন করে মামলাগুলো সাজানো হয়েছে। আমরা এই শ্যোন অ্যারেস্টের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গত ৯ মে নিজ বাসভবন থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আরও ৪টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তারপর থেকে আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে কারাবন্দি রয়েছেন।
এ-র আগে, গত ৯ নভেম্বর হাইকোর্টের বিচারপতি এএসএম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে ৫টি মামলায় জামিন দেন। একই দিন নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের ওপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে করা একটি মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করেন।
পরদিন ফতুল্লা মডেল থানা পুলিশ আরও ৪টি মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করেন। এ আবেদন পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত ৫টি মামলাতেই ‘শ্যোন অ্যারেস্ট’-এর আবেদন ১৩ নভেম্বর শুনানির তারিখ ধার্য করেছিলেন।অন্যদিকে পাঁচ মামলায় আইভীকে দেওয়া হাইকোর্টের জামিন গত বুধবার স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.