ইনসেটে ছবি : ডাকাত সরদার সাহেব আলী
বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাবের হাতে আটক ডাকাত সরদার সাহেব আলী (৩৮)-কে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনি বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাত সরদারের সহযোগী সন্ত্রাসীদের হামলায় র্যাবের ৩ সদস্যসহ ৪ জন আহত হন। আহতদের মধ্যে স্থানীয় রানা নামে একজন বাসিন্দাও রয়েছেন।
ওয়াপদা কলোনি বউবাজার এলাকার বাসিন্দা সাহেব আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ এক ডজনেরও বেশি মামলা রয়েছে বিভিন্ন থানায়।
প্রত্যক্ষদর্শী র্যাব সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে সাহেব আলী ও তার এক সহযোগীকে আটক করে সাদা পোশাকধারী র্যাবের একটি আভিযানিক দল। এরপর দুইজন র্যাব সদস্যের পাহারায় তাদেরকে বউবাজার তিন রাস্তার মোড়ে একটি চায়ের দোকানে রাখা হয়। এ সময় অন্য র্যাব সদস্যরা তার সহযোগীদের ধরতে অভিযানে গেলে ৮-১০ জনের একটি ডাকাত দলের সন্ত্রাসী বাহিনী এসে র্যাব সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং একপর্যায়ে সাহেব আলীকে ছিনিয়ে নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১-এর সিপিএসসি’র লে. কমান্ডার মো. নাঈম উল হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের গোয়েন্দা সদস্যরা সাহেব আলীর অবস্থান নিশ্চিত হয়ে বউবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত সরদার সাহেব আলীকে আটক করে। এ সময় একদল সন্ত্রাসী বাহিনী তাদের ওপর অতর্কিত আক্রমণ চালিয়ে ডাকাত সরদার সাহেব আলীকে ছিনিয়ে নিয়ে যায়।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.