সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর ঘনিষ্ঠ সহযোগী নূর নবী (৩০) বিদেশি পিস্তলসহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর অভিযানে আটক।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
র্যাব-১১ এর অপস কর্মকর্তা গোলাম মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নূর নবীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তারকৃত নূর নবী ওই এলাকার মোহাম্মদ আলমগীরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর নেতৃত্বাধীন চক্রের হয়ে চাঁদাবাজি, মাদক কারবার ও অস্ত্র ব্যবসায় সক্রিয় ছিলেন। নূর নবী সাহেব আলীর “ডান হাত” হিসেবে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিতেন বলে র্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে।
র্যাব-১১'র কর্মকর্তা আরও জানান, গত সপ্তাহে র্যাব-১১ এর অভিযানে সুনামগঞ্জ থেকে সাহেব আলীকে গ্রেপ্তার করা হয়। সে সময় র্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায় নূর নবী। পরবর্তীতে গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির মাধ্যমে শনিবার দুপুরে তাকে আটক করতে সক্ষম হয় র্যাব-১১।
তিনি আরও জানান, নূর নবীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় চারটি মামলা রয়েছে। যার মধ্যে রয়েছে চাঁদাবাজি, নাশকতা, সরকারি কাজে বাধা প্রদান ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.