বিশেষ প্রতিবেদক।।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত নারায়ণগঞ্জের জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন। নগরীতে “৩৫৩৪ ট্রাক ময়লা খাল থেকে অপসারণ করেছি। আমরা পরিষ্কার করছি, আবারও ময়লা ফেলা হচ্ছে। আমরা চাই না এই শহর বসবাসের অযোগ্য হয়ে পরুক।
সোমবার (৬ অক্টোবর) বিশ্ব বসতি দিবস উপলক্ষে জেলা প্রশাসক(ডিসি) কার্যালয় প্রাঙ্গণে র্যালি শেষে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। এসময় সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক(ডিসি) জাহিদুল ইসলাম মিঞা।
সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন, এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন।
এসময় জেলা প্রশাসক(ডিসি) জাহিদুল ইসলাম মিঞা বলেন, একসময় প্রাচ্যের ড্যান্ডিখ্যাত শীতলক্ষ্যা নদীকে ঘিরে ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি এসেছিল।কিন্তু আজ সেই শীতলক্ষ্যা মরে গিয়েছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা হচ্ছে, কারণ খালগুলো পুরোপুরি ভরে গেছে।
তিনি আরও বলেন, আমরা জেলায় ৩৫৩৪ ট্রাক ময়লা খাল থেকে অপসারণ করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ময়লাগুলো কে বা করা ফেলছে, কেন ফেলছে? আমরা পরিষ্কার করছি, আবার ময়লা ফেলা হচ্ছে। এর কারণ হলো মানুষের বিবেকবোধ কাজ করছে না। একজন ভাবে, আমি ফেললে কিছু হবে না। কিন্তু যখন ১০ লাখ মানুষ ময়লা ফেলে তখন তা ভয়াবহ বোঝায় পরিণত হয়।
খাল ও নদী দখল-দূষণের কারণে নানা সংকট তৈরি হচ্ছে উল্লেখ করে জেলা প্রশাসক(ডিসি) বলেন, আমাদের ৮০৫টি ব্রিজ-কালভার্ট ভেঙে ফেলতে হচ্ছে। এসব ব্রিজ লো-হাইট করে তৈরি করা হয়েছে। খাল পরিষ্কার করতে গিয়ে দেখি ছোট ছোট কালভার্ট করা হয়েছে। কেউ হয়তো ব্যক্তিগত প্রয়োজনে করেছে, কিন্তু একবারও চিন্তা করেনি এতে পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে। শুধু নিজের স্বার্থ চিন্তা করেছে।তিনি বলেন, আমরা চাই না এই শহরটি বসবাসের অযোগ্য হয়ে যাক। শুধু নিজের ভালো চিন্তা করলেই হবে না, রাষ্ট্রের ভালোও চিন্তা করা জরুরী।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.