প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ১২:৪১ পি.এম
বিচার প্রক্রিয়াকে প্রযুক্তিনির্ভর করতে দেশে প্রথম ই-বেইল বন্ড প্রবর্তন: আইন উপদেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জকে ‘নির্যাতন ও গডফাদারদের’ প্রভাবমুক্ত করে ন্যায় বিচারের কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে জেলায় ই-বেইল বন্ড প্রবর্তন কর্মসূচির উদ্বোধন করা হলো। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এই উদ্যোগকে নারায়ণগঞ্জকে ‘মুক্তির জায়গায়’ পরিণত করার প্রথম ধাপ হিসেবে অভিহিত করেছেন।
বুধবার (১৫ অক্টোবর) নারায়ণগঞ্জ সার্কিট হাউসে ‘ই-বেইল বন্ড প্রবর্তন: ন্যায় বিচারে সহজগম্যতা’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, আমরা নারায়ণগঞ্জকে নির্যাতনের জায়গা থেকে মুক্তির জায়গা হিসেবে দেখতে চাই। নারায়ণগঞ্জকে নির্যাতনের জায়গা থেকে ন্যায় বিচারের দিকে নিয়ে যাওয়ার জন্য ই-বেইল বন্ডের উদ্বোধন নারায়ণগঞ্জ থেকেই শুরি হল।
তিনি আরও যোগ করেন, নারায়ণগঞ্জ ছিল ভয়ংকর ধরনের গডফাদারদের জায়গা, এখানে ন্যায় বিচার পাওয়া কষ্ট সাধ্য ছিল। তাই আমরা এই ন্যায় বিচারের সূচনা নারায়ণগঞ্জ থেকেই প্রথম শুরু করলাম।
তিনি উল্লেখ করেন, সরকারের নেওয়া সংস্কারগুলোর মূল উদ্দেশ্য হলো ন্যায় বিচার নিশ্চিত করা, বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি কমানো এবং তাদের অর্থের সাশ্রয় করা।
সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষ্য দ্রুত করার বিষয়ে তিনি বলেন, “সরকারি কর্মকর্তাদের যেমন ডাক্তার, ম্যাজিস্ট্রেট, পুলিশ তাদের সাক্ষ্যগুলিকে দ্রুত করার জন্য আমরা এ সমস্ত সাক্ষ্যগুলিকে অনলাইন ভিত্তিক করে ফেলবো।
উচ্চ আদালতে বিচারপ্রার্থী জনগণের হয়রানির বিষয়টি উল্লেখ করে ড. আসিফ নজরুল বলেন, অনেক সময় দেখা যায় নিম্ন আদালতে বিচারকার্য শেষ হয়ে যায়, কিন্তু উচ্চ আদালতে বছরের পর বছর মামলা ঘুরতে থাকে। এই হয়রানি দূর করার জন্য আমরা সংস্কারের ব্যবস্থা করছি।
অনুষ্ঠানে ই-বেইল ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যকারিতা একটি ভিডিওর মাধ্যমে প্রদর্শন করা হয়, যা বিচার প্রক্রিয়াকে প্রযুক্তিনির্ভর ও দ্রুত করার ইঙ্গিত দেয়।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন, আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক(ডিসি) মোঃ জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন আবুল ফজল মো. মশিউর রহমান, এড. সাখাওয়াত হোসেন খান, এড. আব্দুল বারি ভূঁইয়া, এড. সরকার হুমায়ুন কোবির, এড. আবু আল ইউসুফ খান টিপু, এড. আনোয়ার প্রধান। এছাড়াও নারায়ণগঞ্জ আদালত পাড়ার বিচারক ও আইনজীবীগন।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.