অনলাইন নিউজ ডেস্ক।।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচনে ভিপি ও এজিএস পদে বিপুল ব্যবধানে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির।
ভিপি হিসেবে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ এবং এজিএস পদে এস এম সালমান সাব্বির জয়ী হয়েছেন। আর জিএস নির্বাচিত হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার।
শীর্ষ তিন পদের এজিএস পদ ছাড়া কোন পদেই প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পেরে এ বিশ্ববিদ্যালয়েও ভরাডুবি হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের।
হল সংসদ গুলোতেও শিবিরের একচেটিয়া জয় হয়েছে। মেয়েদের ছয় হলেই হয়েছে শিবিরের দাপটে জয়। প্রতিদ্বন্দ্বিতার ধারেকাছেও ছিলো না ছাত্রদল।
ফলাফলে দেখা যায় ছাত্রশিবির সমর্থিত প্যানেল 'সম্মিলিত শিক্ষার্থী জোটের' ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিপুল ভোটে এগিয়ে ভিপি পদে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১২,৬৮৭ ভোট। আর ছাত্রদল সমর্থিত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম ' প্যানেলের শেখ নূর উদ্দিন আবীর পেয়েছেন ৩,৩৯৭ ভোট।
জিএস পদে 'আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল'-এর সালাহউদ্দিন আম্মার ১১,৫৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবিরের ফাহিম রেজা পেয়েছেন ৫,৭২৯ ভোট।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্র শিবিরের এস এম সালমান সাব্বির। তিনি পেয়েছেন ৬,৯৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫,৯৪১ ভোট।
রাকসুর ২৩টি পদের মধ্যে জিএস, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও ক্রীড়া সম্পাদক বাদে সব পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এর মধ্যে শুধু ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
গতকাল (১৬ অক্টোবর) দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা ৫০ মিনিটে শেষ হয়।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.