অনলাইন নিউজ ডেস্ক।।
দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের ভূমিকা সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় অনুষ্ঠান আয়োজন থেকে শুরু করে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক উৎসবের নিরাপত্তায় পুলিশের সদস্যরা দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সাম্প্রতিক শারদীয় দুর্গাপূজায় তাদের দায়িত্বশীল ভূমিকা সর্বত্র প্রশংসিত হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন উদ্যমে পুলিশ বাহিনী পেশাদারিত্বের সঙ্গে রাষ্ট্রের অগ্রযাত্রায় অবদান রেখে চলেছে। তবে এই আন্তরিক প্রচেষ্টার মধ্যেই সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় কর্তব্যরত পুলিশের ওপর একাধিক হামলার ঘটনা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন।
সংগঠনটি জানায়, ৪ অক্টোবর নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযানের সময় অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা চালানো হয়। একই দিনে বগুড়ার শিবগঞ্জে নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে গ্রেফতারের সময় অতর্কিত হামলায় হাতকড়াসহ আসামি ছিনতাই হয় এবং তিনজন পুলিশ সদস্য আহত হন। পরদিন ৫ অক্টোবর সিলেটের কোম্পানীগঞ্জে নিয়মিত চেকপোস্টে ট্রাক শ্রমিকদের হামলায় আরও পাঁচজন পুলিশ সদস্য আহত হন। সর্বশেষ ফেনীর সোনাগাজীতে থানার পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
এসব ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে পুলিশ সার্ভিস এসোসিয়েশন জানিয়েছে, একটি কুচক্রীমহল পরিকল্পিতভাবে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যে এসব ঘটনা ঘটাচ্ছে। সংগঠনটি মনে করে, কর্তব্যরত পুলিশ সদস্যদের পেশাগত কাজে বাধা দেওয়া ও শারীরিকভাবে লাঞ্ছিত করা জনশৃঙ্খলা ও আইনের শাসনের পরিপন্থি অপচেষ্টা।
এসোসিয়েশন জানায়, এসব বেআইনি ও পরিকল্পিত হামলার বিরুদ্ধে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে আরও কঠোর ও দৃঢ় পদক্ষেপ নেবে। পাশাপাশি সংগঠনটি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছে, বাংলাদেশ পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সদা তৎপর থাকবে এবং পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাবে।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.