বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন, প্রেস ক্লাবের সদস্যদের সাথে জেলা পুলিশ সুপারের(এসপি) সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৭ সেপ্টেম্বর বেলা ১২ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিউজরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) সাংবাদিকদের সাথে পারস্পরিক আস্থা ও সহযোগিতা পাশাপাশি তথ্য বিনিময় এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের ইতিবাচক ভুমিকার কথা উল্লেখ করে বলেছেন, নারায়ণগঞ্জের মানুষের অন্যতম প্রধান সমস্যা যানজট, এসমস্যা নিরসনে সকল ধরনের কারন চিহ্নিত করেছে পুলিশ। যানজট নিরসন করতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। এ বিষয়ে এখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। অচীরেই এ-র সুফল আশা করা যাবে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সার্বিক দিক বিবেচনা করেও পুলিশ কাজ শুরু করেছে। মাদক, ছিনতাই, ডাকাতি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম, চুরি রাহাজানি ও সন্ত্রাসী কর্মকান্ড জিরো টলারেন্সে আনতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার(এসপি)।পরিচ্ছন্ন শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তুলতে পুলিশ সর্বদা বদ্ধপরিকর। এ কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন পুলিশ সুপার।
সভায় উপস্থিতি ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মো. হাসিনুজ্জামান। এছাড়া নারায়ণগঞ্জ প্রেস ক্লাব যানজট নিরসনে জেলা পুলিশকে সবধরণের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
সভায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য একেএম মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম জীবন, আবদুস সালাম ও প্রণব কৃষ্ণ রায়।
জেলা এসপি সাথে সৌহার্দ্যপুর্ন মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুমন রেজা, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, সিনিয়র সদস্য সাইদুর রহমান, তমিজ উদ্দিন আহমদ, হাফিজুর রহমান মিন্টু, মাকসুদুর রহমান কামাল, সালাম জুবায়ের, রফিকুল ইসলাম রফিক, আমির হুসাইন স্মিথ, মো. শফিকুল ইসলাম, আনোয়ার হাসান, জামাল উদ্দিন বারী, হাসান উল রাকিব, দিলীপ কুমার মন্ডল, মোস্তাক আহমেদ শাওন, হাবিবুর রহমান শ্যামল, এমরান আলী সজীব, সাবিত আল হোসেন ও মো: সাইফুল ইসলাম সায়েম। সভা শেষে পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ জসীম উদ্দিনকে, পিপিএম (বার) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.