স্টাফ করেসপন্ডেন্ট।।
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫।
বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সার্কেল বিআরটিএর যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা যদি গাড়ির গতি নিয়ন্ত্রণে না রাখতে পারি, তাহলে আমাদের জীবনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব। মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই মানসম্মত হেলমেট ব্যবহার করতে হবে। জীবনের মূল্য অনেক বেশি, সস্তা হেলমেট ব্যবহার করে দুর্ঘটনায় পড়লে তার দায় এড়ানো যাবে না।”
তিনি আরও বলেন, “জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ‘গ্রিন আমব্রেলা কর্মসূচি’-এর আওতায় গণপরিবহনের চালক ও হেলপারদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। পাশাপাশি তাদের আইডি কার্ড, পোশাক ও হেলথ কার্ড সরবরাহ করা হচ্ছে, যাতে সড়কে নিরাপত্তা নিশ্চিত হয়। এখন অনেক তেল পাম্পে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের তেল দেওয়া বন্ধ করা হয়েছে। আমরা সবাইকে নিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।”
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “আমরা শপথ নিতে চাই, গাড়ির গতি নিয়ন্ত্রণ করব এবং সড়কে নিরাপদে চলব। এখনও দেখা যায়, বিশেষ করে তরুণ বাইকাররা হেলমেট ব্যবহার করতে চান না; বরং হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
কিন্তু আপনার স্বাচ্ছন্দ্যের চেয়ে আপনার নিরাপত্তা ও জীবন বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি সবার প্রতি হেলমেট ব্যবহারের উদাত্ত আহ্বান জানাই।”
আলোচনা সভা শেষে ৩ জন মোটরসাইকেল চালককে হেলমেট প্রদান করা হয় এবং দুর্ঘটনা এড়ানোর জন্য দুইজন বাসচালককে পুরস্কৃত করা হয়।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন, জেলা বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. মাহবুবুর রহমান, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম, সহকারী কমিশনার মো. মুনাব্বর হোসেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. রওশন আলী সরকার, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম হোসেন, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি রাকিবুল ইসলাম হিমেল, নিরাপদ সড়ক চাই (নিসচা) নারায়ণগঞ্জ জেলা সভাপতি মো. জামান মিয়া প্রমুখ।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.