অনলাইন নিউজ ডেস্ক।।
রাজধানী ঢাকার ব্যস্ততম অভিজাত এলাকা ধানমন্ডি থেকে গণমাধ্যমকর্মী স্বর্ণময়ী বিশ্বাস (২৬) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, তিনি মূলত অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিম-এর গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। শনিবার(১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় কর্মক্ষেত্রে যৌন হয়রানির অভিযোগ এবং প্রতিষ্ঠানের পদক্ষেপ নিয়ে ব্যাপক সমালোচনা ও তোলপার চলছে।
পুলিশ ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বাসা থেকে স্বর্ণময়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাকে উদ্ধার করে ধানমন্ডির পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বর্ণময়ীর সহকর্মীদের দাবি, তিনি সম্প্রতি "ঢাকা স্ট্রিম" -এর বাংলা বিভাগের প্রধান আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন।
এ বিষয়ে তিনি প্রতিষ্ঠানের কাছে লিখিত অভিযোগও করেছিলেন। আলতাফ শাহনেওয়াজ এর আগে একটি জাতীয় দৈনিকের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে অভিযোগের বিষয়ে কোনো শাস্তিমূলক পদক্ষেপ না নিয়ে আলতাফকে পুনর্বহাল করেন ঢাকা স্ট্রিম-এর প্রধান সম্পাদক ইফতেখার মাহমুদ। এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি স্বর্ণময়ী, যা তার আত্মহত্যার একটি কারণ হিসেবে বিবেচিত করা হচ্ছে।
স্বর্ণময়ীর আত্মহত্যার ঘটনায় আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে প্ররোচণার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার তোলপাড় চলছে। অনেকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তকে বিচারের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সূত্রে জানা গেছে, স্বর্ণময়ী বিশ্বাসের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ঢাকা স্ট্রিম-এ তিনি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করে আসছিলেন।
এ ঘটনায় স্বর্ণময়ীর পরিবার, সহকর্মী ও সাধারণ মানুষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। কর্মক্ষেত্রে যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন উঠেছে।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.