বিশেষ প্রতিবেদক।।
সাবেক নারায়ণগঞ্জ মহানগর যুবদল (খোরশেদ-মন্তু) কমিটির নেতাকর্মীদের অনাড়ম্বর আয়োজনে জাঁকজমকপূর্ণ এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দর উপজেলার সাবদী এলাকার হাজরাদীতে দিনব্যাপী এ মিলন মেলায় নারায়ণগঞ্জ সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানার যুবদলের শতাধিক সাবেক নেতাকর্মীগন অংশ নেন।
আনন্দমুখর পরিবেশে আয়োজিত মিলন মেলায় প্রীতি ফুটবল ম্যাচ, প্রীতিভোজ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অসুস্থ সাবেক যুবদল নেতা সানোয়ার হোসেনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর যুবদলের সাবেক সভাপতি ও ১৩ নং ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিল মানবতার ফেরিওয়ালা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
তিনি বলেন, আমাদের সময় হয়তো সংখ্যায় কম ছিলাম, কিন্তু ছিলাম সাহসী। ফ্যাসিস্ট শামীম ওসমান ও হাসিনার পুলিশের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি আমরা। তখন নারায়ণগঞ্জ মহানগর যুবদল দেশের শক্তিশালী ইউনিটের মধ্যে তৃতীয় স্থানে ছিল।
খোরশেদ আরও বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। প্রতিটি আসনে যোগ্য প্রার্থী রয়েছেন। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু কেউ কাউকে নোংরা রাজনীতির মাধ্যমে আক্রমণ করব না। দল যার হাতে ধানের শীষ তুলে দেবে, আমরা সবাই তার জন্য জীবন বাজি রাখব ইনশাআল্লাহ।
তিনি বর্তমান মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলকে উদ্দেশ্য করে বলেন, যখন আমি ও মন্তু ভাই দায়িত্বে ছিলাম, তখন ছাত্রদলের সভাপতি হিসেবে সজল আমাদের কাছে কিছু নাম প্রস্তাব করেছিলেন। আমরা তখন তাদের মূল্যায়ন করেছি, ভবিষ্যতেও আশা করি তিনি অভিজ্ঞ ও যোগ্য সাবেক নেতাদের মূল্যায়ন করবেন।
আলোচনা শেষে মরহুম নেতা-কর্মীদের মাফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
মিলন মেলায় বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আহম্মেদ আলীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু।
এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু, এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, জুয়েল প্রধান, রানা মুজিব, সাগর প্রধান, জুয়েল রানা ও অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু প্রমুখ।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.