প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ৪:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৫, ৬:০২ পি.এম
টেকনাফে রাজমিস্ত্রির ছদ্মবেশে রোহিঙ্গা দম্পতির ইয়াবা বাণিজ্য, আটক-২

ক্যাম্পের বাইরে ডেরায় বিজিবির অভিযান, ৯ হাজার ৪০০ ইয়াবা উদ্ধার..!
ফরহাদ রহমান,টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।।
টেকনাফে রাজমিস্ত্রির ছদ্মবেশে ইয়াবা বাণিজ্য চালানোর অভিযোগে এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোররাতে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় ২ বিজিবির একটি বিশেষ অভিযানে ৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “মিয়ানমার থেকে পাচার হওয়া ইয়াবার একটি চালান ইসলামাবাদ এলাকায় মজুত রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে এক রোহিঙ্গা দম্পতিকে হাতে–নাতে আটক করা হয়। তাদের ঘর তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।”
বিজিবি জানায়, আটক ব্যক্তির নাম মোহাম্মদ আইয়ুব (৩৭) এবং তাঁর স্ত্রী রাবিয়া (৩৫)। তাঁরা দুজনই ২৭ নম্বর জাদিমোড়া এফডিএমএন ক্যাম্পের এ-১ ব্লকের সদস্য। আইয়ুবের এফসিএন কার্ড নম্বর ২৮৬৭৮৬।
তদন্তে জানা গেছে, আইয়ুব দীর্ঘদিন ধরে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করে আসছেন। তিনি কখনো অটোরিকশা চালক, কখনো রাজমিস্ত্রির কাজের আড়ালে ইয়াবা ব্যবসায় যুক্ত ছিলেন। তাঁর সহযোগী ছিলেন স্থানীয় মাদক ব্যবসায়ী ইসমাইল। মিয়ানমার থেকে আসা ইয়াবা তিনি একাধিক হাত বদলে স্থানীয় ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন।
লে. কর্নেল আশিকুর রহমান আরও বলেন, “আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত পলাতক ইসমাইলকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।”
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তের নিরাপত্তা ও মাদক চোরাচালান দমনে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গারা যদি অপরাধে জড়িয়ে পড়ে, তবে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জব্দকৃত আলামত: ৯,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.