প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ৯:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৬:১৮ পি.এম
টেকনাফের ইকো-ট্যুরিজম কমপ্লেক্সে হামলা ও ভাঙচুর, আতঙ্কে স্থানীয়রা

ফরহাদ রহমান,টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফের লম্বরী সৈকতসংলগ্ন ইকোট্যুরিজম কমপ্লেক্সে দুবৃর্ত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত ১০ ও ১১ অক্টোবর দুই দফায় এই হামলায় কমপ্লেক্সের আসবাবপত্র, সাইনবোর্ড ও সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়। হামলাকারীরা মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় এবং চাঁদা দাবি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা কমপ্লেক্সে অবস্থানরত মালিকের শিশু কন্যাকে অপহরণেরও চেষ্টা চালায়। তবে ঘটনাস্থলে থাকা অক্ষত সিসি ক্যামেরায় পুরো হামলার দৃশ্য ধারণ হয়েছে।
এ ঘটনায় কক্সবাজারের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) ট্রাইব্যুনালে সন্ত্রাসী আব্দুল আজিজকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৮–১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের তদন্তাধীন রয়েছে।
ইকোট্যুরিজম ফেডারেশনের কর্মকর্তারা জানান, গত সেপ্টেম্বর থেকে লম্বরী সৈকতে জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকোট্যুরিজম কর্মশালা চলমান রয়েছে। এই ঘটনায় পর্যটক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
তাঁরা বলেন, সম্ভাবনাময় লম্বরী সৈকতের পর্যটনবান্ধব পরিবেশ রক্ষায় দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। এজন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে বলেও জানান তারা।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.