কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর মাঠপাড়া গ্রামে মঙ্গলবার দিবাগত গভীর রাতে পরপর দুটি বাড়িতে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। অস্ত্রধারী ৫-৭ জনের একটি ডাকাত দল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলিয়ে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
প্রথমে ডাকাত দল হামলা চালায় ওই এলাকার আদত প্রামাণিকের ছেলে কৃষক মোহাম্মদ মালিথা (৫৫)-এর বাড়িতে। পুলিশ পরিচয়ে ঘরে প্রবেশ করে ডাকাতরা পরিবারের সদস্যদের বন্দুকের মুখে জিম্মি করে প্রায় ২ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপার গহনা এবং নগদ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, ডাকাতরা হুমকি দিয়ে বলেন, যদি কেউ পুলিশের কাছে যায় বা এ বিষয়ে মুখ খোলে, তবে গুলি করে হত্যা করা হবে।
একই রাতে একই কায়দায় হামলা চালানো হয় স্থানীয় মাছ ব্যবসায়ী জিয়ারুল ইসলাম (৩২)-এর বাড়িতে। তিনি কলিম উদ্দিন (কলি)-এর ছেলে।
এখানেও পুলিশ পরিচয়ে ঢুকে ডাকাত দল পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থসহ ঘরের বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এখানেও পরিবারের সদস্যদের একইভাবে হুমকি দেওয়া হয়, যেন তারা ঘটনা কাউকে জানায় না।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, বিষয়টি আমি আপনার মাধ্যমে জানলাম। দ্রুত খোঁজ নিচ্ছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা করছি।
এই ঘটনার পর থেকে ফিলিপনগর মাঠপাড়াসহ আশপাশের এলাকায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.