বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও ক্রীড়ানুরাগী ব্যাবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “শুধু কদম রসুল সেতু নয়, যেকোনো ন্যায্য দাবিতে বন্দর ও নগরবাসীর পাশে থাকব।
শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বন্দর উপজেলার একরামপুর তালতলা এলাকায় ‘বন্দর উন্নয়ন ফোরাম’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ অঙ্গীকার করেন। পরে তিনি বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচিও পালনের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।
মাসুদুজ্জামান মাসুদ বলেন, প্রায় ৮ থেকে ১০ দিন আগে নাসিকের সঙ্গে আমার একটি বৈঠক হয়। সেখানে নাসিক আমাদের আশ্বস্ত করেছে যে, একটি কোরিয়ান কোম্পানি কদম রসুল সেতুর কাজ পেয়েছে এবং তারা কাজও চালিয়ে যাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা হবে বলে আশ্বাস দিয়েছে নাসিক। যদি কোথাও ল্যান্ডিং সংক্রান্ত সমস্যা হয়, তা পরবর্তীতে সমাধান করা হবে।
তিনি আরও বলেন, “বন্দরের কদম রসুল সেতুর দাবি শুধুমাত্র আবেগের নয়, এটি বন্দরের মানুষের প্রাণের ও বাস্তবতার দাবি। স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা বঞ্চিত। ৬৫ থেকে ৭৫ সালের মধ্যে যারা জন্মেছি, তাদের জন্য শীতলক্ষ্যা নদী শুধু স্মৃতি নয়, ভালোবাসার প্রতীক।
মাসুদুজ্জামান আরও বলেন, আজও আমাদের নদী পারাপারে টাকা দিতে হয়। সাধারণ মানুষের পকেট থেকে এইভাবে টাকা নেওয়া অন্যায্য। এখনো ৭-৮টি ঘাটে এমন অবস্থা চলছে। নাগরিকদের কাছ থেকে এইভাবে পয়সা নেওয়ার যৌক্তিকতা দেখি না। ২০২৫ সালে এসেও এমন কষ্ট সহ্য করা যায় না।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই ঘাট ব্যবস্থার নামে টেন্ডার প্রথা যেন দাসপ্রথার মতো। সরকারি লোক ও রাজনৈতিক প্রভাবে থাকা ঠিকাদাররা লাভবান হন, আর জনগণের পকেট থেকে অর্থ বের হয়ে যায়। ভবিষ্যতে এই টেন্ডার প্রথা বাতিল করতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা শুধু কদম রসুল সেতুর দাবি নয়, বন্দরের সার্বিক উন্নয়নের দাবি নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।বন্দর ও নগরবাসীর যে কোনো ন্যায্য দাবিতে আমি পাশে থাকব।
সভায় সভাপতিত্ব করেন বন্দর উন্নয়ন ফোরামের আহ্বায়ক ও খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ কবির হোসেন। সঞ্চালনা করেন ফোরামের সদস্য সচিব আব্দুল লতিফ রানা।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নুরউদ্দিন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, ফোরামের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শিপলু, কাজী সাঈদ, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ, বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, সাংবাদিক সাব্বির আলম সেন্টু, স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন প্রমুখ।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.