বিশেষ প্রতিবেদক।।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের লাঞ্ছনার শিকার হয়েছেন গণমাধ্যমকর্মীরা।
বৃহস্পতিবার(২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিকরা প্রতিবাদস্বরূপ সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে যান।
জানা গেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর সফরসঙ্গীরা। তাঁদের আগমন উপলক্ষে বিমানবন্দরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
ঘটনার সময় বিএনপি নেতা হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফিং দিচ্ছিলেন।
এ সময় পাশে অবস্থানরত এনসিপি নেতাকর্মীরা উচ্চ স্বরে স্লোগান দিতে থাকেন। এক গণমাধ্যমকর্মী তাদের অনুরোধ করেন শান্ত থাকতে, যাতে সংবাদ সম্মেলন সুষ্ঠুভাবে চলতে পারে। কিন্তু ওই অনুরোধের পর এনসিপি নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন এবং সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ ওঠে।
এ সময় এনসিপি নেতাকর্মীরা গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন এবং তাদের লাঞ্ছিত করেন। এ ঘটনার প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে যান গণমাধ্যমকর্মীরা।
প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। ৯ দিনের সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে আজ তারা দেশে ফিরেছেন।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.