প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৫, ৬:২১ পি.এম
অসহায়দের মাঝে ১ টাকায় গরুর গোশত বিক্রি করলেন মুফতি রায়হান জামিল

ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিল অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য এক অনন্য মানবিক উদ্যোগ নিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ৩টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুখুরিয়া তেলের পাম বাসস্ট্যান্ড সংলগ্ন, মাধবপুর সহ ভাঙ্গা- ফরিদপুর মহাসড়কের বিভিন্ন স্থানে মাত্র ১ টাকা কেজি দরে অসহায়, গরীবদের মাঝে এ গরুর গোশত বিক্রি করা হয়।
এই কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ১০০ পরিবারের কাছে প্রতীকী মূল্যে গরুর মাংস বিক্রি করা হয়। ভাঙ্গা উপজেলার পুখুরিয়া এলাকা থেকে শুরু করে আশপাশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দরিদ্র মানুষদের মধ্যে এই মাংস বিতরণ করা হয়।
মানবিক এই উদ্যোগ সম্পর্কে মুফতি রায়হান জামিল বলেন, আজ সুষ্ঠুভাবে গরুর গোশত বিক্রি করতে পেরে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ‘বর্তমানে গরুর মাংসের দাম এতটাই বেড়েছে যে, গরিব মানুষের পক্ষে কুরবানির সময় ছাড়া অন্য সময়ে মাংস কিনে খাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই আমি সমাজের নিম্ন আয়ের মানুষের পাশে থাকতে মাত্র এক টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছি।'
তিনি আরও বলেন, ‘শুধু ১০ টাকায় ইলিশ নয়, বহু আগে থেকেই আমি নানা সেবামূলক কাজে মানুষের পাশে আছি। মাত্র ২ টাকা কেজিতে চাল, ১০ টাকা হালিতে ডিম বিক্রি, ভিক্ষুকদের কর্মসংস্থান, ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ ও ফ্রি সেলাই প্রশিক্ষণ, গর্ভবতী মায়েদের জন্য ফ্রি গাড়ি সেবাসহ এমন অসংখ্য উদ্যোগের মাধ্যমে আমি সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
আমার সেবামূলক কাজ কখনো ভোট বা ভাইরাল হওয়ার উদ্দেশ্যে নয়; বরং আল্লাহর সন্তুষ্টি এবং গরিব অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমার একমাত্র লক্ষ্য। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। ইনশা আল্লাহ।'
✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.