ফতুল্লার পিলকুনিতে ডিপিডিসির নির্মাণাধীন বৈদ্যুতিক সাব-স্টেশন । ছবি: সংগৃহীত
বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ডিপিডিসির একটি বিদ্যুৎ কেন্দ্রে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার পিলকুনি পুলপাড় এলাকায় অবস্থিত নবনির্মিত ডিপিডিসির চায়না প্রজেক্টে একদল ডাকাত হানা দেয়। এরপর উপস্থিত সকলকে জিম্মি করে ডাকাতি শেষে গভীর রাতে তারা বের হয়ে যায়।
এ ঘটনায় সোমবার(২২ সেপ্টেম্বর) সারাদিনও ঘটনার ধামাচাপা দিতে প্রতিষ্ঠানে কর্মরত কেউ কিছু না জানালেও, পরে পুলিশি তৎপরতায় বিষয়টি জানাজানি হয়।
স্থানীয়রা জানান, বিদ্যুৎ কেন্দ্রে এ নিয়ে ৩ বার একইভাবে ডাকাতির ঘটনা ঘটেছে। এমন ঘটনার পরও তারা এলাকাবাসীকে ডাকেন না। এলাকার কারো কাছে কোন সহযোগিতাও চায়না। তবে পুলিশের তৎপরতা দেখে এলাকাবাসী বুঝতে পারেন বিদ্যুৎ কেন্দ্রে কিছু একটা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র একের পর এক ডাকাতির ঘটনা রহস্যজনক।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক(এসআই) আশিষ জানান, রোববার রাতে বিদ্যুৎ কেন্দ্রে কাজ করা শ্রমিকদের পোশাক ও হেলমেট পড়া ২০/ ২৫ জনের একদল যুবক পিলকুনি পুলপাড় এলাকায় অবস্থিত নবনির্মিত ডিপিডিসির চায়না প্রজেক্টে প্রবেশ করে। এরপর প্রজেক্টের সিকিউরিটি গার্ড কুদ্দুস ও এনামুলসহ আরও ২ জন স্টাফকে দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে হাত-পা বেঁধে রেখে বিপুল পরিমাণ তামার তার কেটে টুকরো টুকরো করে ইজিবাইকে উঠিয়ে গভীর রাতে প্রজেক্টের ভেতর থেকে বেরিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
খবর পেয়ে ওই প্রজেক্টে গিয়ে কয়েকজন কর্মকর্তাকে পাওয়া গেলেও তারা লুণ্ঠিত মালামালের পরিমাণ জানাতে পারেননি। তবে ওই ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় মামলা করবেন বলে জানানো হয়েছে। তবে এ বিষয়ে কথা বলতে চাইলে, প্রজেক্টের কেউ কথা বলতে রাজি হননি।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.