বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক(ডিসি) জাহিদুল ইসলাম মিঞা এবার নিজে সেচ্ছায় রক্তদানের মাধ্যমে “তারুণ্যের উৎসব” উদযাপন উপলক্ষে দিনব্যাপী রক্তদান কর্মসূচির উদ্বোধন করেছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের(ডিসি) কার্যালয় প্রাঙ্গণে নিজে সেচ্ছায় রক্তদান করে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এরপর একে একে জেলা পুলিশের সদস্য, সরকারি কর্মকর্তা এবং শিক্ষার্থীরা রক্তদান কর্মসূচিতে অংশ নেন। সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত একটান এ কর্মসূচি চলে।
জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সেচ্ছায় “রক্তদান মানবতার সর্বোচ্চ রূপ। যারা রক্ত দিয়েছেন তারাই জানেন এর মধ্যে কতটা তৃপ্তি ও স্বার্থকতা রয়েছে। অনেক রোগী আছেন যাদের রক্ত প্রয়োজন অথচ সামর্থ্য নেই। এমন মানুষের পাশে দাঁড়াতেই কোয়ান্টাম ফাউন্ডেশন ও বাঁধনের মতো সংগঠন কাজ করছে। আমরা চাই, সবাই এই মানবিক উদ্যোগের অংশ হোক।”
জেলার নবনিযুক্ত পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “রক্তদানের মাধ্যমে একটি জীবন রক্ষা করা সম্ভব। একসময় রক্তের অভাবে মানুষ মারা যেতো। এখন আমাদের মাঝে মানবিক মূল্যবোধ তৈরি হয়েছে, আমরা দুঃসময়েও মানুষকে সাহায্য করতে পিছপা হই না। এ আয়োজনের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা।”
নারায়ণগঞ্জ জেলা কোয়ান্টাম ফাউন্ডেশনের সমন্বয়কারী মিজানুর রহমান বলেন, “ডিসি মহোদয়ের আন্তরিক সহযোগিতায় এই আয়োজন বাস্তবায়ন সম্ভব হয়েছে। তরুণ সমাজকে ভালো কাজে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ।”
কর্মসূচি জেলা প্রশাসনের আয়োজনে এবং কোয়ান্টাম ফাউন্ডেশন ও বাঁধনের সহযোগিতায় এই সেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যে মাঝে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও),তাসলিমা শিরিন, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগন,পুলিশ সদস্য, রাজনৈতিক সংগঠন, সুশীল সমাজ, তরুন প্রজন্ম, সাংবাদিক, রোবার স্কাউট প্রমূখ।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.