বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের শহরের পাইকাপাড়াস্থ মসজিদের সামনে প্রতি শুক্রবার অসহায় হতদরিদ্রদের মাঝে এক মুঠো খাবার পৌঁছে অসহায়দের মূখে হাসি ফোটানে এক মানব দরদী মানবতার ফেরিওয়ালা এ্যাড. কাজী রুবায়েত হাসান।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুম্মা শেষে প্রতিদিনের ন্যায় নিজ হাতে ভবঘুরে, অসহায় হতদরিদ্রদের মাঝে নিজ হাতে খাবার পরিবেশনের পাশাপাশি শারীরিক অবস্থাসহ সকল ধরনের খোঁজ খবর নেন।
প্রসঙ্গে উল্লেখ যে, এ্যাড. কাজী রুবায়েত হাসান, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার বাসিন্দা, যখন যেখানে প্রয়োজন সেখানেই ছুটে চলেন অসহায়দের সাহায্যার্থে। তিনি প্রতি শুক্রবারই ধারাবাহিকভাবে অসহায় হতদরিদ্র মাঝে রান্না করা খাবার নিজ হাতে বিতরন করেন।
কাজী রুবায়েত হাসান বলেন, “আমি সবসময়ই চেষ্টা করি যাতে করে একদিন হলেও যেন তাদের মুখে হাসি ফোটাতে পারি এক বেলা ভালো খাবার পরিবেশ করত। পারি আমার নিজ সাধ্য অনুযায়ী। সমাজে তারা যেন অবহেলিত না হয়ে, সম্মানের সঙ্গে বসবাস করতে পারে, সে লক্ষ্যেই অসহায় হতদরিদ্র মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, সমাজে বিত্তশালীরা অসহায় হতদরিদ্র মানুষের সাহায্যার্থে এগিয়ে আসলে তারা আর অবহেলায় পড়ে থাকবে না, বরং সকল ধরনের অপরাধমূলক মূলক কর্মকান্ড থেকে দূরে থেকে সুন্দর জীবন গড়তে পারবে, এমনটা বলছিলেন রুবাইয় হাসান। তিনি সকল সামর্থবান বিত্তশালীদের অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাড়ানো আহবান জানান।
বিস্তারিত আসছে... 'কে এই রুবাইয়েত হাসান..?
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.