প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৫:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৫:১৩ পি.এম
সুন্দরবনে ভ্রমণে এসে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

শরনখোলা প্রতিনিধি।।
পূর্ব সুন্দরবনে ঘুরতে এসে কচিখালী ডিমেরচর সংলগ্ন সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন মাহিত আব্দুল্লাহ (১৬) নামে এক পর্যটক। তার খোঁজে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছেন বনরক্ষীরা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ মাহিত আব্দুল্লাহর বাড়ি রাজধানী ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মো. মিজানুর রহমান মোবাইল ফোনে বলেন, ঢাকা থেকে ৭৫ জন পর্যটক নিয়ে পর্যটকবাহী জাহাজ 'এমভি দি এক্সপ্লোরার' শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে কচিখালীতে নোঙর করে। পর্যটকেরা নৌকায় করে ডিমেরচর সিবিচে ঘুরতে যায়। ঘোরাঘুরির এক পর্যায়ে পর্যটক মাহিত আব্দুল্লাহ তার বাবা শেখ সুলতান মাহমুদ আসাদ ও মায়ের সাথে সমুদ্রে গোসল করার সময় আকস্মিকভাবে মাহিত সমুদ্রে তলিয়ে যান।
এ ঘটনার পরপরই জাহাজ স্টাফ ও বনরক্ষীরা তাৎক্ষণিক মাহিতকে উদ্ধারে সমুদ্রে নামলেও এখনও তার খোঁজ পাওয়া যায়নি।
ট্যুর অপারেটর অব সুন্দরবন এ্যাসোসিয়েশন (টোয়াস) এর সেক্রেটারি নাজমুল আযম ডেভিট বলেন, পর্যটক নিয়ে জাহাজ এমভি দি এক্সপ্লোরার শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসে। জাহাজটি সুন্দরবন ঘুরে রোববার রাতে খুলনায় পর্যটকদের নামিয়ে দেওয়ার কথা ছিলো। নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য মোংলাস্থ নৌবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে এবং ইতিমধ্যে নৌবাহিনী ডিমেরচরে রওনা হয়েছেন বলে টোয়াসের সেক্রেটারি জানিয়েছেন।
পূর্ব সুন্দরবন বন বিভাগে শরনখোলা রেঞ্জের এসিএফ রানা দেব জানান, কচিখালীর ডিমেরচর এলাকায় নিখোঁজ হওয়া পর্যটককে উদ্ধারের জন্য শরনখোলা, কটকা, কচিখালীর ফরেস্ট টিম, কোস্ট গার্ড, নৌবাহিনীর সদস্যরা উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.