বিশেষ প্রতিনিধি।।
“উৎসব আয়োজন, সামাজিক মেলবন্ধন, জাতি-ধর্ম নির্বিশেষ, সম্প্রীতির বাংলাদেশ”- স্লোগানে নারায়ণগঞ্জে জেলা পরিষদের পক্ষ থেকে ২২৪টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার প্রতিটি পুজা মণ্ডপের আয়োজক'কে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এসময় তিনি বলেন “আপনারা যে উৎসব আয়োজন করছেন, সেটি যেন সার্থক হয়। সুন্দর আয়োজন করলেও যদি কেউ অংশ নিতে না পারে, তাহলে উদ্দেশ্য পূরণ হবে না। মানুষ বছরের পর বছর অপেক্ষা করে পূজা মণ্ডপে গিয়ে প্রার্থনা করার জন্য।তাদের সেই আগ্রহ ও আনন্দ যেন কোনভাবেই নষ্ট না হয়।”
ডিসি আরও বলেন, এই অনুদান খুব বড় কিছু নয়, আসল বিষয় হলো আমরা একত্রে কাজ করছি। আপনারা নান্দনিকভাবে পুজা মণ্ডপ সাজাতে সর্বোচ্চ শ্রম দিয়েছেন। তবে কিছু মানুষ আছেন যারা এ উৎসব নষ্ট করার জন্য অপচেষ্টা চালাতে পারে। তাদের সেই পরিকল্পনা সফল হলে ধর্ম, সমাজ ও দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই এ ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সমীর বিশ্বাস, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাবেক সভাপতি শংকর কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভয় কুমার রায় ও সদস্য সচিব কার্তিক ঘোষ।
এছাড়াও জেলার ২২৪টি পূজা মণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত থেকে থেকে আর্থিক অনুদানের চেক গ্রহণ করেন।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.