প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ১০:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৫:২৪ পি.এম
সংসদীয় আসন বিচ্ছিন্নের প্রতিবাদে ভাঙ্গায় শান্তিপূর্ন মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি।।
ফরিদপুরের ভাঙ্গায় ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর ২ আসনে তথা নগরকান্দা ও সালথায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এক শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভাঙ্গা বাসী।
সোমবার (২৩সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ড নামক স্থানে এ শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ শান্তিপূর্ণ মানববন্ধনে নারী-পুরুষ, ছোট-বড় সর্বস্তরের জনগণকে উপস্থিতি লক্ষ করা যায়।
মানববন্ধনে বক্তগণ বলেন, "আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ মানববন্ধন করে যাব। এতে ভয়-ভীতি মামলা-হামলা করে আমাদেরকে থামনো যাবে না।'
বক্তাগণ আরও বলেন, "আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা দাবি না মানা পর্যন্ত আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করে যাবো।"
উল্লেখ্য, কিছুদিন আগে আসনের সীমানা পরিবর্তন করে একটি গেজেট প্রকাশ করে। এই গেজেট অনুযায়ী, ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করে নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। আগে ফরিদপুর-৪ আসনটি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ছিল।
এই সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েকদিন ধরে ভাঙ্গার পরিস্থিতি উত্তাল রয়েছে। স্থানীয়রা সড়ক ও রেলপথ অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তাদের দাবি, এই পুনর্বিন্যাস তাদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। জেলা প্রশাসকের সাথে আলোচনার পর আপাতত অবরোধ কর্মসূচি স্থগিত করা হলেও, সমস্যার সমাধান না হওয়ায় তারা আবারও মাঠে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্টে একটি রিটও দায়ের করা হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ সহ যৌথ বাহিনী সড়ক টহল দিচ্ছেন বলে জানান স্থানীয়রা।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.