প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ৮:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ১:০৮ পি.এম
শতবর্ষী অদম্য ফজিলাতুন্নেছার পাশে না’গঞ্জের জেলা প্রশাসক জাহিদুল

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
বয়সের ভারে নূয়ে পড়লেও জীবন যুদ্ধ হাল ছাড়েননি অদম্য শতবর্ষী সংগ্রামী আমড়া বিক্রেতা ফজিলাতুন্নেছা।
জীবন জীবিকার তাগিদে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের ব্যস্ততম স্থান আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার সংলগ্ন দোয়েল প্লাজার একপাশে আমড়া ও জাম্বুরা বিক্রি করে জীবন সংগ্রামী এ অদম্য নারী।
দিনশেষে বিক্রি করে আয় হয় মাত্র ৩০০-৪০০ টাকা, কখনওবা এর চেয়েও কম।এভাবেই চলে অদম্য এই শতবর্ষী নারীর একাকী জীবন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জীবন সংগ্রামে জয়ী অদম্য এই নারীর খবর পেয়ে ছুটে যান নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। আর্থিক সহায়তা করেন ওই নারীকে।
এসময় জেলা প্রশাসক(ডিসি) বলেন, 'শতবর্ষী অদম্য সংগ্রামী ফজিলাতুন্নেছা বয়সের ভারের বাঁধা অতিক্রম করেও আত্মসম্মান ধরে রেখেছেন। কারও কাছে হাত না পেতে মাথা নত না করে নিজের জীবিকা নিজেই নির্বাহ করছেন—এটি সবার জন্য অনুসরণীয়।' তিনি ফজিলাতুন্নেছার সংগ্রামী ও অদম্য মানসিকতার প্রশংসা করেন।
ডিসি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে সমাজসেবা অফিসের মাধ্যমে ফজিলাতুন্নেছার বয়স্ক ভাতার কার্যক্রম সম্পন্ন করা হবে। পাশাপাশি তার মতো সংগ্রামী অদম্য মানুষদের সামাজিক সুরক্ষার আওতায় আনা হবে।
জেলা প্রশাসকের(ডিসি) দেয়া
উপহার সামগ্রী পেয়ে আবেগাপ্লুত শতবর্ষী ফজিলাতুন্নেছা বলেন, 'যতদিন বেঁচে আছি, কারও কাছে হাত পেতে কিছু নেবো না। ভিক্ষা নয়, কর্ম করেই জীবন চালাবো।'
প্রসঙ্গ উল্লেখ্য যে, ফজিলাতুন্নেছার জীবনে নেই মা-বাবা, ভাইবোন কিংবা স্বামী সন্তান। তিনি শহরের দেওভোগ এলাকার মঞ্জু আলীর বাড়িতে বসবাস করছেন। এবং নিজেই নিজের জীবিকা তাগিদে ব্যবসা করছেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) নাইমা ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আসাদুজ্জামান সরদার, শহর কার্যালয়ের অফিসার এ কে এম সাইফুল ইসলাম, জেলা নাজির মোহাম্মদ কামরূল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগন।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.