মৌলভীবাজার প্রতিনিধি।।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মৌলভীবাজারে আয়োজন করা হলো বর্ণাঢ্য জশনে জুলুস মোবারক র্যালি।
শনিবার (৬ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক শাহ্ মোস্তফা দরগাহ থেকে র্যালিটি শুরু হয়। হাজারো মানুষের উপস্থিতিতে ও অংশগ্রহণে শহরজুড়ে সৃষ্টি হয় এক ভিন্ন ধর্মীয় আবহ। শহরজুড়ে ভাসলো দুরুদে দুরুদে।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালি পুনরায় দরগাহ প্রাঙ্গণে গিয়ে সমবেত হয়। পুরো জুলুস জুড়ে প্রতিধ্বনিত হয় হামদ, নাত ও দরুদ শরীফ। ধর্মপ্রাণ মুসল্লিদের কণ্ঠে প্রিয়নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর প্রশংসামূলক স্লোগান ও কবিতা উচ্চারিত হওযায় শহরে এক অপার্থিব পরিবেশের সৃষ্টি হয়।
এ বছর জশনে জুলুসে অংশ নেন হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ:) দরগাহ শরীফের মোতাওয়াল্লি সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ, দরগাহ জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি ইউসুফ আলী, সহ-সভাপতি ও জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, পেশ ইমাম হাফেজ শামীম আহমদ, মাওলানা আলাউদ্দীন ফারুকী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান হাফেজ আলাউর রহমান টিপু,মাওলানা মকবুল হোসেন খাঁনসহ আরও অনেকে উপস্থিত থেকে র্যালি প্রদক্ষিণে থাকেন।
এর আগে নেতৃবৃন্দ বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) হচ্ছে মহানবীর জন্মদিন, যা মুসলমানদের জন্য আনন্দ, ভালোবাসা ও কৃতজ্ঞতার দিন। তারা নবীর জীবনাদর্শ ও শান্তির বাণী সমাজে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।
র্যালিকে কেন্দ্র করে মৌলভীবাজার শহরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এমনটাই লক্ষ্য করা যায়। ধর্মপ্রাণ মানুষের ঢল, শোভাযাত্রার শৃঙ্খলাবদ্ধ আয়োজন, নানা বয়সী মানুষের উপস্থিতি এবং সর্বত্রই দরুদে মুখরিত ধ্বনি পুরো শহরকে আলোকিত করে তোলে। এ আয়োজনকে ঘিরে শহরজুড়ে সর্বত্র ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা। জশনে জুলুস শেষে শাহ মোস্তফা (রহ:) দরগাহ মসজিদে মিলাদ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ কর্মসূচি সম্পন্ন করা হয়।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.