প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৫:৩৭ পি.এম
ভাঙ্গায় ২ ইউনিয়নকে পূর্নবহালের দাবিতে মানববন্ধন, নিরীহ জনগণকে হয়রানি না করার আহ্বান

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি।।
ফরিদপুর-৪ আসনের আওতাধীন ভাঙ্গার আলগী ও হামিরদী নামক দুটি বড় ইউনিয়নকে কেটে পার্শ্ববর্তী ফরিদপুর-২ (নগরকান্দা, সালথা) আসলে যুক্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে চতুর্থ ধাপের তৃতীয় দিনের মতো শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। সেই সাথে নিরীহ মানুষদেরকে মামলা দিয়ে হয়রানী না করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে আন্দোলনকারীরা।
বুধবার (২৪সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত ভাঙ্গা সরকারী কে এম বিশ্ববিদ্যালয় কলেজ সড়কে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নবাসী কলেজপার এলাকায় অখন্ড ভাঙ্গা রক্ষা কমিটির ব্যানারে এই কর্মসূচি পালন করছেন স্থানীয় দুই ইউনিয়নের সাধারণ মানুষসহ ভাঙ্গার সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছি, যতদিন না পর্যন্ত আমাদের দুই ইউনিয়নকে ফরিদপুর ৪-আসনের সাথে সংযুক্ত করা না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তবে আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ, বক্তারা আরো বলেন, আমাদের আন্দোলনের গ্রেফতারকৃত প্রধান দুই সমন্বয়ক আলগী ইউনিয়নের চেয়ারম্যান, ম. ম. সিদ্দিক মিয়া এবং পলাশ মিয়াকে নিঃস্বার্থভাবে মুক্তির দাবী জানান। বক্তারা আরো বলেন, ভাঙাকে ছোট করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা কোনভাবেই আমরা মেনে নিতে পারি না, পারব না। আমরা অখন্ডিত ভাঙ্গা চাই।
উল্লেখ্য গত ৪- সেপ্টেম্বর ফরিদপুর ৪- আসন থেকে ভাঙ্গা উপজেলার বৃহত্তর প্রোপার দুইটি ইউনিয়ন আলগী ও হামিরদীকে কেটে নিয়ে ফরিদপুর-২ আসনের সাথে যুক্ত করে প্রজ্ঞাপন প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপর থেকেই বিক্ষুব্ধ হয়ে ওঠেন ভাঙ্গার দুইটি ইউনিয়নসহ ভাঙ্গার সর্বস্তরের জনগণ। এবং তাদের যৌক্তিক দাবি না মানা পর্যন্ত শান্তিপূর্ণভাবে মানববন্ধন করে যাবে বলে জানান আন্দোলনকারীরা।
✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.