প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ৬:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৭:০৭ পি.এম
প্রতিহিংসা ও বিভক্তি বর্জন করে সুশৃঙ্খল রাজনীতি করতে মাসুদুজ্জামানের আহবান

বিশেষ প্রতিবেদক।।
বিভক্তির রাজনীতি ও প্রতিহিংসা বর্জন করে সুশৃঙ্খলভাবে মিলেমিশে রাজনৈতিক আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি নেতা মো. মাসুদুজ্জামান মাসুদ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কয়েকটি মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মাসুদুজ্জামান নগরীর রামকৃষ্ণ মিশন, শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দির, উকিলপাড়া হোসিয়ারি সার্বজনীন পূজা কমিটি ও পুজা মন্ডপ, চাষাঢ়া রবিদাসপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাথে কথা বলেন এবং পূজা মন্ডপ পরিদর্শন করেন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের কাছে শারদীয় শুভেচ্ছা পৌঁছে দেন।
এসময় মাসুদুজ্জামান বলেন, আমাদের মূল বিষয় আমরা প্রমাণ করতে চাই হিন্দু-মুসলমান ভাই ভাই। আমরাও আপনাদের এই উৎসবের অংশ। আমরা আপনাদের সাথে এই উৎসবে একসাথে একযোগে পালন করতে চাই। এই দেশ সম্প্রীতির দেশ তা প্রমাণ করতে চাই।
বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক দল আমাদের বিভিন্নভাবে বিভক্ত করতে চেয়েছে, আমরা সে রাজনীতি বর্জন করতে চাই। আমরা সবাইকে বলতে চাই- ধর্ম যার যার বাংলাদেশ আমার। আমরা হিন্দু মুসলমান কোন ভেদাভেদ দেখিনা। আমাদের রাজনৈতিক কারণে বিভিন্ন ভাবে ব্যবহৃত করতে চায়, আমরা ব্যবহৃত হবো না এটাই আমাদের অঙ্গীকার।
তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে এ উৎসবকে সুশৃঙ্খল ও সুন্দরভাবে উদযাপন করবো।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা ফ্রন্টের সভাপতি অভয় কুমার এবং সদস্য সচিব কার্তিক ঘোষ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, হাজী ফারুক হোসেন, মাহবুবু উল্লাহ তপন, মনোয়ার হোসেন শোখন, মো. আলমগীর হোসেন, শহীদুল ইসলাম রিপন, ফারুক আহমেদ রিপন, নাসিক ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.