অনলাইন নিউজ ডেস্ক।।
জুলাই গণহত্যা মামলার আসামি ও সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে, সোনারগাঁ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূর জাহানকে গ্রেপ্তারের চেষ্টায় ব্যার্থ পুলিশ।
সোমবার(৮ সেপ্টেম্বর) মধ্যরাতে নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র উত্তর চাষাড়া এলাকায় তার নিজ মালিকানাধীন ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। তবে অভিযানের তথ্য টের পেয়ে আগেই তিনি সেখান থেকে পালিয়েছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে মতে জানা গেছে, জুলাই গনঅভ্যুত্থানে গণহত্যা মামলার আসামি হিসেবে এবং সাবেক আওয়ামী লীগ সরকারের সময়কার নানা অভিযোগের ভিত্তিতে রোববার( ৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ফতুল্লা ও সদর মডেল থানার পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে সোনারগাঁও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূর জাহানকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার নিজ মালিকানাধীন ফ্ল্যাটে অভিযান চালায়।
এ সময় পুলিশ ফ্ল্যাটের প্রধান ফটকে পৌঁছালে আওয়ামী লীগ দোসর নূর জাহানের স্বজনরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে তালা লাগিয়ে দেয়, যাতে করে পুলিশ ভিতরে প্রবেশ করতে না পারে, পাশাপাশি অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দাদেরও যাতায়াত বন্ধ করে দেয়।
পরে ফতুল্লা মডেল থানা ও সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নেতৃত্বে তালা খুলে ভিতরে প্রবেশ করে। তবে ততক্ষণে নূর জাহানকে আর খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাসমিন আক্তার বলেন, আমরা আওয়ামী লীগ দোসর নূরজাহানকে গ্রেপ্তারের চেষ্টা করছি। বৈষম্য বিরোধী মামলার অনেক আসামি পলাতক রয়েছে। তবে আমাদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।
অভিযান পরিচালনা কালে আমাদের বাহিনী সারারাত ১৩ তলা বহুতল বিল্ডিং এর প্রতিটি তলার প্রতিটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে, কিন্তু তাকে পাওয়া যায়নি। সম্ভবত আসামী নূরজাহান আগেই পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে চলে গিয়েছিলেন। রাতে এবং ভোরেও তাকে খোঁজা হয়েছে। তবে তাকে পাওয়া যায়নি।
প্রসঙ্গত উল্লেখ যে, আওয়ামী লীগ দোসর নূর-জাহান ৫ই আগষ্টের পর থেকে কোর্ট এলাকার আইনজীবী সমিতিতে নিজ টেবিলে অফিস করতে দেখা গেছে। এমনকি তাকে বিভিন্ন সময়ে নানান বিষয়ে বিরোধ মিমাংসা করতে দেখা গেছে। নূর-জাহান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দূর্নীতি- অনিয়ম ও প্রভাব খাটিয়ে নিজ এলাকা সোনারগাঁসহ নারায়ণগঞ্জের ভুইঘর ও চাষাড়ায় জমি ফ্লাট, বাড়ি গাড়ির মালিক বনে গেছেন। শহরের চাষাড়া ও ভূইঘরে রয়েছে তার লাক্সারি আলিশান ফ্ল্যাট। এছাড়াও সোনারগাঁয়ে তার ছিলো একচ্ছত্র আধিপত্য। তিনি বেশির ভাগ সময়ে নারায়ণগঞ্জের সাবেক সাংসদ শামীম ওসমানের সার্নিধ্যে পরে থাকতে।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.