বিশেষ প্রতিনিধি।।
এবারের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের ২২৪টি পূজামণ্ডপে সম্প্রীতির নজির স্থাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করলেন র্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, বিগত বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে নানান নাশকতার পরিকল্পনা করা হয়েছে, তাই এবার সকলকে সচেতন থাকতে হবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের আমলাপাড়ার পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।
র্যাব-১১ অধিনায়ক বলেন, এখন পর্যন্ত নারায়ণগঞ্জে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি ঘটবেও না..! কেউ যেন কোনো ধরনের গুজব বা প্রোপাগন্ডা ছড়িয়ে নাশকতা না করতে পারে, সে লক্ষ্যে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।” পাশাপাশি র্যাব- ১১'র দুই প্লাটুন চৌকস সদস্য সর্বক্ষন নজরদারিতে থাকবে। এসময় আমলাপাড়া পুজামণ্ডপের উদাহরণ টেনে সম্প্রীতির বার্তা দেন।
তিনি আরও বলেন, শহরের আমলাপাড়া পূজামণ্ডপটি খুব সুন্দর ও নান্দনিক শৈলীতে তৈরি করা হয়েছে, পাশে একটি মসজিদও রয়েছে। তারা অত্যন্ত সুন্দর ভাবে সম্প্রীতির সাথে কাজ করছে।
আমাদের সকল জায়গায় এ ধরনের সম্প্রীতির নজির স্থাপন করতে হবে, যাতে আমরা সুন্দর ভাবে এই ধর্মীয় উৎসবগুলো নির্বিঘ্নে উদযাপন করতে পারি।
পুজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সিইও বলেন, র্যাব-১১ সাতটি জেলা নিয়ে কাজ করলেও, নারায়ণগঞ্জের জন্য দুই প্লাটুন চৌকস সদস্য সার্বক্ষনিক নিয়োজিত আছে। তবে তিনি“ব্যক্তিগত ভাবে আমাদের সকলকেই সতর্ক থাকার উদাত্ত আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আমাদের টহল দলতো থাকবেই, লোকবল থাকবে। আমরা ব্যবস্থা নেবো। পাশাপাশি যার যার অবস্থা থেকে নিজেদেরও সতর্ক থাকতে হবে।
র্যাব অধিনায়ক আরও বলেন, এবারের শারদীয় দুর্গোৎসব ঘিরে আমাদের কোন শঙ্কা নেই। তবে এটা উড়িয়ে দেয়াও যায় না, কখন কী ঘটে..! এখন পর্যন্ত সার্বিক পরিবেশ খুবই ভালো আছে।কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি।” আশা করছি ঘটবেও না.!
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.