প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৬:০৬ এ.এম
নাসিকের প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেলেন আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের(নাসিক) প্রশাসক হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা) হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলমের ভ্রাতা
রোববার (৩১ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের এক আদেশে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের(নাসিক) প্রশাসক হিসেবে নতুন দায়িত্বে নিযুক্ত করা হয়।
প্রসঙ্গ উল্লেখ্য যে, গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের পর দেশের সবগুলো সিটি কর্পোরেশনের দায়িত্বে থাকা মেয়রদের অপসারণ করা হয়। পরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পান স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান।
গত ২৭ আগস্ট ২৫ইং তারিখে এ কর্মকর্তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়।
স্বাধীনতা পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন আলী আহাম্মদ চুনকা। এরপর ২০০৩ সালে তারই জ্যেষ্ঠ কন্যা ডা. সেলিনা হায়াৎ আইভী এ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।
পরে নারায়ণগঞ্জের তিনটি পৌরসভাকে একত্রিত করে সিটি কর্পোরেশন গঠন করা হলে ২০১১ সালের সিটি নির্বাচনে সাবেক সাংসদ শামীম ওসমানকে লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করে দেশের প্রথম নারী মেয়র হন ড. সেলিনা হায়াত আইভী। এরপর পৌরসভা থেকে সিটি কর্পোরেশন; টানা দুই দশকেরও বেশি সময় নগরপ্রধানের দায়িত্বে ছিলেন আইভি।
সম্প্রতি অন্ত:বর্তীকালীন সরকারের মেয়র পদ থেকে অপসারিত হওয়ার কয়েক মাস পরে গত ৯ মে ২৫ইং তারিখে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলায় দেওভোগস্থ নিজ বাড়ী চুনকা কুটির থেকে গ্রেপ্তার হন জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি রয়েছেন।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.