বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জে আসন্নবর্তী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের গুজব বা অপপ্রচার থেকে বিরত থাকতে পাশাপাশি কোনো নাশকতা সৃষ্টি না হয়, সে বিষয়ে শুরু থেকেই কঠোর অবস্থান নিয়েছে র্যাব-১১।
জেলারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার উল্লেখযোগ্য কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
এসময় তিনি নিশ্চিত সকলকে আশ্বস্ত করেন, ইতোপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডার মাধ্যমে নাশকতার চেষ্টা করা হলেও এবার নারায়ণগঞ্জের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পুজামন্ডপ পরিদর্শনকালে র্যাব অধিনায়ক পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে কথা বলেন এবং ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
পরিদর্শন শেষে র্যাবের সিইও, লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় সবার অংশগ্রহণ ও আনন্দ উদযাপন নির্বিঘ্ন করতে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।
পূজামণ্ডপ, আশেপাশের এলাকা এবং যাতায়াত ব্যবস্থা নিরাপদ রাখতে র্যাবের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো নাশকতা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় র্যাব সদস্যরা সর্বদা প্রস্তুত আছে বলেও তিনি উল্লেখ করেন।
র্যাব-১১ এর আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আমলাপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার সাহা বলেন, র্যাবের সক্রিয় ভূমিকা পূজার আনন্দ উদযাপনকে আরও উৎসবমুখর ও শান্তিপূর্ণ করে তুলবে।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.