বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলস্টেশন সংলগ্ন এলাকয় যৌথবাহিনীর ব্লক রেইডে ২৭ জন মাদকসেবীকে আটক করা হয়েছে।এদের মধ্যে ৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জামও জব্দ করা হয়েছে।
বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তরা হলেন— রাকিব, রাজন, লেবু শেখ, ফারুক, জাহাঙ্গীর, হানিফ, রবিন, লিমন ও সিয়াম।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা অংশ নেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ৭০/৮০ জনকে আটক করা হয়। এরপর যাচাই–বাছাইয়ের মাধ্যমে ১৮ জনকে থানা হেফাজতে নেওয়া হয় এবং ৯ জনকে নির্বাহী আদেশে সাজা প্রদান করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, জেলায় মাদকসেবীর সংখ্যা বেড়ে যাওয়ায় কিশোর গ্যাং, হত্যা, চুরি ও ছিনতাই ক্রমশই বেড়ে উঠেছে।
এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে। এসময় আটক ১৮ জনকে মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়, এছাড়াও সাজাপ্রাপ্ত ৯ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.