বিশেষ প্রতিবেদক।।
পূর্বের তুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এবং আসন্ন পূজাকে ঘিরে সকল সম্প্রদায় একত্রিত হয়েছে। সকলেই সার্বিকভাবে সহায়তা পূজার এই উৎসব সুন্দরভাবে পালিত হবে। এমনটাই বলছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে শহরের ৫নং মাছ ঘাট সংলগ্ন প্রতিমা বিসর্জ্জনের স্থান পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক(ডিসি)আরও বলেন, এরপরেও একটি গোষ্ঠী হয়তো থাকবে কিভাবে এই সুন্দর উৎসবটিকে নষ্ট করা যায়। সে জন্য আমাদের সকল ধরনের তৎপরতা রয়েছে। যাতে সুন্দর-সুষ্ঠভাবে পূজার আর্চনার কার্য সমাপ্তি করতে পারি।
এবার নারায়ণগঞ্জ শহরে ২২৪টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আমরা সবাই মিলে মিশে এ পূজাকে উৎসবমুখর করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি এবারের পূজা অত্যন্ত সুন্দর হবে। দেশ বিদেশ থেকে যারা আসবেন তাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এসে উদযাপন করবেন।
তিনি আরও বলেন, এবারও শহরের ৫নং ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এ ঘাটে ২৫০ ফিট জায়গা রয়েছে। সকলেই যেন সুন্দর এবং শৃঙ্খলভাবে প্রতিমা বিসর্জন দিতে পারে।আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে এ ঘাটের সকল ধরনের প্রস্তুতিমূলক কাজ শেষ হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, সেনাবাহিনীর মেজর আয়াজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ অঞ্চলের যুগ্ম পরিচালক ইসমাঈল হোসেন, নাসিক এর সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) আব্দুল্লাহ মোহাম্মদ হাশেম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিপন সরকার, মহানগরের সাধারণ সম্পাদক সুশীল দাস, জেলার সহ-সভাপতি তিলোত্তমা দাস, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শেপালী রানি দাস প্রমুখ।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.