বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনি নির্মাণাধীন ডিপিডিসির বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাতদলের প্রধানসহ ৯ ডাজাত র্যাবের জালে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আদমজীতে র্যাব-১১ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, গত রোববার রাতে শ্রমিকের পোশাকে ছব্দবেশি এক দল ডাকাত বিদ্যুৎ উপকেন্দ্রটিতে ঢুকে নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে অন্তত ৬৫ লাখ টাকার তামা তারসহ মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দলটি।
এ ঘটনায় থানায় মামলা হলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব।এ-র ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে রাজধানীর ডেমরা, সারুলিয়া ও ফতুল্লায় অভিযান চালিয়ে দলের প্রধানসহ ৯ জনকে আটক করে র্যাব-১১।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাগেরহাটের মোড়লগঞ্জের প্রয়াত জাহাঙ্গীরের ছেলে মো. লিটন (৩৭), ডেমরার সারুলিয়ার প্রয়াত রফিকুল ইসলামের ছেলে আক্তার হোসেন (৪৪), একই এলাকার মো. সিদ্দিকের ছেলে মো. রোমান (৩২), আব্দুল লতিফের ছেলে মো. রিয়াজ (৩৮) ও প্রয়াত তোরাব আলীর ছেলে সাইদুল ইসলাম (৩১), যাত্রাবাড়ির আনছার আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (২৮), মুন্সি আব্দুর রাজ্জাকের ছেলে সাগর মুন্সি (৩৮), আব্দুল বারেকের ছেলে মো. আরিফ (২৬), ভোলার কাঞ্চন মাঝির ছেলে মো. শহিদুল (৪০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার রাত আনুমানিক আটটার দিকে ফতুল্লার পিলকুনি এলাকার নির্মানাধীন বিদ্যুৎ সাব-স্টেশনটিতে কর্মরত শ্রমিকের মতো পোশাক পরে ভেতরে প্রবেশ করে তিন ব্যক্তি। এরপর ভেতরে থাকা তারা নিরাপত্তা কর্মী আব্দুল কুদ্দুস মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে আরও ১৫ থেকে ২০ জনের ডাকাত সদস্য ভিতরে ঢুকে অপর নিরাপত্তা কর্মীদেরও বেঁধে ফেলে এবং মারধরও করে।
এরপর রাত একটা পর্যন্ত ডাকাতদল নির্মাণাধীন বৈদ্যুতিক সাব-স্টেশন নির্মাণের জন্য রক্ষিত কন্ডাক্টর ক্যাবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার ক্যাবল, বৈদ্যুতিক তামার তারসহ বিভিন্ন যন্ত্রাংশ লুন্ঠন করে। অন্তত ৬৫ লাখ টাকার মালামাল তারা ট্রাকে ভরে পালায়ন করে বলেও মামলায় উল্লেখ রয়েছে।
র্যাব-১১ এর অধিনায়ক সাজ্জাদ হোসেন বলেন, অভিযানে লুট হওয়া মালামালের পাশাপাশি একটি ট্রাক, ২টি খেলনা পিস্তল, ২টি চাকু, ১টি চাপাতিসহ আসামিদের ব্যবহত ১২টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা তাদের ডাকাতির পরিকল্পনার কথা স্বীকার করে দল নেতা মো. লিটন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত পাঁচটি ডাকাতি, ২টি অস্ত্র ও একটি মাদক মামলা রয়েছে। অপর আসামি রোমান ও সাগর মুন্সির বিরুদ্ধেও থানায় মামলা রয়েছে বলে জানিয়েছেন র্যাব-১১।
✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.