বিশেষ প্রতিবেদক।।
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জ জেলার ৭০টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা বাবদ অনুদান প্রদানের ঘোষণা দিয়েছেন।
প্রথম ধাপে, ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫টায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে শহরের ১৪নং ওয়ার্ডের নতুন পালপাড়া সত্যধাম মন্দির প্রাঙ্গণে নারায়ণগঞ্জ শহরের ৪২টি পূজামণ্ডপে অনুদান প্রদান করা হবে বলে জানিয়েছেন।
দ্বিতীয় ধাপে, ২৭ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৪টায় বন্দর উপজেলার স্বামী দ্বিগবিজয় ব্রহ্মচারী আশ্রম, প্রেমতলা, লাঙ্গলবন্দে আয়োজিত অনুষ্ঠানে বন্দর উপজেলার ২৮টি পূজামণ্ডপ আয়োজকদের হাতে এই আর্থিক অনুদান তুলে দেওয়া হবে।
এ প্রসঙ্গে বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ বলেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। দুর্গাপূজা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সকল ধর্ম ও সম্প্রদায়ের পাশে দাঁড়ানোই একজন সমাজসেবক ও রাজনীতিকের প্রকৃত দায়িত্ব। কারন এই জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এখানে আমরা সকল ধর্মের লোকেরা এক সূত্রে এক সাথে বসবাস করি।
✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.